/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Jagdeep-Dhankhar.jpg)
রাজ্যপাল জগদীপ ধনকড়। ফাইল ছবি
দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের তরফে মঙ্গলবার এক টুইটবার্তায় জানানো হয়েছে যে, আজই বিকেলে দিল্লি যাবেন তিনি। ফিরবেন আগামী শুক্রবার বিকেলের পর। তবে রাজ্যপালের এই রাজধানী সফরের কারণ কী? তা স্পষ্ট করা হয়নি।
Hon’ble Governor West Bengal. Shri Jagdeep Dhankhar will be visiting New Delhi.
Governor Dhankhar will leave for Delhi on the late evening of June 15, 2021 and return to Kolkata on June 18, 2021 in the late afternoon.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিবাদে মুখর বিজেপি। সোমবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবনে রাজ্য়পালের সঙ্গে দেখা করেন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে নালিশ জানান তাঁরা। এছাড়া বাংলায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করারও আর্জি জানানো হয়। পরে, রাজ্যপাল ধনকড়ও নবান্নের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। তারপরই এ দিন রাজ্য়পালের দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-‘রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সামলাতে পারবে না করোনার তৃতীয় ঢেউ’! স্বাস্থ্য ভবনে জমা পড়ল চিঠি
জানা গিয়েছে, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরও। ধনকড়ের সঙ্গে কথা হতে পারে প্রধানমন্ত্রী মোদীর।
আরও পড়ুন-মুকুলকে হুঁশিয়ারি শুভেন্দুর, ২৪ ঘন্টার মধ্যে বিধায়ক পদ না ছাড়লেই কড়া পদক্ষেপ
২০১৯ সালের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে রয়েছেন জগদীপ ধনকড়। শুরু থেকেই মমতা সরকারের নানা সিদ্ধান্তের বিরোধীতায় সরব হয়েছেন তিনি। রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পর একাধিকবার দিল্লিতে গিয়েছেন ধনকড়। বেশিরভাগ সময়ই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর সঙ্গে রাজ্যে সরকারের বিরোধের কী কারণ? তার নানা নথি তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এবারও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বাংলার বিরোধী দলের তরফে করা নানা অভিযোগ তুলে ধরতে পারেন জগদীপ ধনকড়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন