চিনের আক্রমণ নিয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক বিতর্কমূলক মন্তব্যের পরও এতদিন চুপ ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এবার তিনি সংসদে মুখ খুললেন। দলের অন্যান্যদের চেয়ে রীতিমতো পরিশীলিত ভাষায় রাজ্যসভায় তুলে ধরলেন তাঁর সমালোচনা। সেই সময় রাজ্যসভায় স্পিকারের চেয়ারে ছিলেন কিরীট প্রেমজিভাই সোলাঙ্কি। বিদেশসচিব থেকে বিদেশমন্ত্রী হয়ে ওঠা জয়শংকরের সংসদে প্রতিক্রিয়া, 'আমাদের জওয়ানদের অসম্মান করা উচিত নয়।'
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বলা 'পিটাই' শব্দেই যে তাঁর আপত্তি, সেকথাও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী। তবে, তাঁর কথা বিরোধীরা শুনতে চাননি। বিরোধীরা সোমবার সপ্তাহের শুরুতেই গত কয়েক দিনের মত চিনের আগ্রাসন নিয়ে আলোচনা চেয়েছিলেন। সেই প্রস্তাব খারিজ করে দেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপরই বিরোধীরা সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন।
বিরোধীশূন্য কক্ষেই জয়শংকর বলেন, 'আমাদের সেনারা সমুদ্রস্পৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট ওপরে ইয়াংসি সীমান্তে পাহারা দিচ্ছেন। সেই সেনাদের সম্মান করা উচিত এবং তাঁদের প্রশংসা করা উচিত।' যে বিষয়টি নিয়ে জয়শংকরের এই সমালোচনা, তা হল রাহুল গান্ধীর বক্তব্য। দিন কয়েক আগে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, চিনের সেনারা ভারতে ঢুকে এসেছে। ভারতের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে ফেলেছে। চিনের সেনাবাহিনীর হামলায় ভারতের ২০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, সবকিছু জেনেও বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। শুধু বিষয়টি থেকে মুখ ফেরানোই নয়, বিরোধীদের কাছে এই ব্যাপারে সরকার সবকিছু গোপনও করছে। এই সব অভিযোগ জানাতে গিয়ে, রাহুল গান্ধী 'পিটাই' বা মারধর শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে ভারতীয় সেনাদের মারধর করেছে চিনের সেনা। সেই শব্দেই তীব্র আপত্তি বিদেশমন্ত্রীর।
আরও পড়ুন- কেন ১৯ ডিসেম্বরকে মুক্তিদিবস হিসেবে পালন করে গোয়া?
সোমবার এই প্রসঙ্গে সংসদে জয়শংকর বলেন, 'আমাদের রাজনৈতিক সমালোচনা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু, আমাদের সেনাবাহিনীর জওয়ানদের অসম্মান করা উচিত না। এই ব্যাপারে আমাদের উপলব্ধি আরও গভীর করা উচিত বলেই আমার মত। কে উপদেশ দিচ্ছেন, সেটা দেখে অবশ্যই আমরা আমাদের মাথানত করি।' গত সপ্তাহে এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী তাওয়াং সীমান্তের সংঘর্ষ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, 'হামারে জওয়ান সীমা পর পিট রহে হ্যায়। (অরুণাচল সীমান্তে আমাদের সেনাবাহিনীর জওয়ানদের চিনের সেনা মারধর করেছে।)'
Read full story in English