জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। জলপাইগুড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করা হবে, এই অনুমোদন জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেন একটা রাজনৈতিক দলের সভাপতিকে অনুমোদনের চিঠি দেওয়া হল, এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তোপ, ‘‘দিলীপ ঘোষ কি সরকার?’’
জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার অনুমোদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দিলীপকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘‘জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। আশা করি আপনার সুযোগ্য নেতৃত্বে ওই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা মেটাতে সাহায্য করবে এই মেডিক্যাল কলেজ’’।
আরও পড়ুন: বিভাজিত টলিউড, দুই শিবিরে আড়াআড়ি ভাগ, কে কোন দলে?
দিলীপকে লেখা সেই চিঠি।
এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য দফতরের কাছে কোনও খবর নেই। মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন। দিলীপবাবু বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে চিঠি দেওয়া হয়েছে। দিলীপবাবু কি সরকার?’’ চন্দ্রিমার পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘‘ওঁরাই রাজনীতি করছেন। ওখানকার সাংসদ একজন ডাক্তার। তিনিই এ বিষয়ে নিজে দৌড়োদৌড়ি করেছেন’’।
উল্লেখ্য, স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজনীতির ময়দানে চাপানউতোর আগেও দেখেছে বঙ্গ রাজনীতি। ইউপিএ জমানায় রাজ্যে এইমস গড়া নিয়েও সরগরম হয়েছিল বাংলা রাজনীতির অলিন্দ। এরপর মোদী সরকারের আমলে আয়ুষ্মান প্রকল্প নিয়েও তরজা হয় এ রাজ্যে।