হাতে আর মাত্র ক’টা দিন, জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীরা। আগামী ২২ এপ্রিল রবিবার এ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড(ডব্লিউবিজেইইবি)। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে (wbjeeb.nic.in) অ্যাডমিট কার্ডের লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১.২৫ লক্ষ বলে জানা গেছে। এবার প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী ভিন রাজ্যের বাসিন্দা। গত বছর প্রায় ১.১৭ লক্ষ পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। যার মধ্যে ৩৬ শতাংশ আবেদনকারী ছিলেন ভিনরাজ্যের।
দেখে নিন কীভাবে বোর্ডের ওয়েবসাইট(wbjeeb.nic.in) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন,
১. রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করুন প্রথমে।
২. রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটের হোম পেজে ‘WBJEE 2018 অ্যাডমিট কার্ড’ অপশনে ক্লিক করুন।
৩. ‘WBJEE 2018 অ্যাডমিট কার্ড’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে, সেখানে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিন।
৪. এরপর ‘সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
৫. এরপরই আপনি নিজের অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।
৬. এবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন।
আরও পড়ুন, সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হচ্ছে না
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার দিন, সময়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেখে নিন সব তথ্য সঠিক রয়েছে কিনা। যদিও কোনও সমস্যা থাকে, তবে বোর্ডের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন, সিবিএসই প্রশ্ন ফাঁসকাণ্ড: দিল্লি হাইকোর্টে শুনানি, ধৃত আরও ৩
রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডের হার্ড কপি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের ছবি ও পরিচয়পত্র(আধার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট/ ভোটার কার্ড/ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড) থাকা আবশ্যক।
এ বছরও রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিছুদিন আগেই সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। যে ঘটনার জেরে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।