নতুন বছরের শুরুতেই ভাটপাড়াকে ঘিরে ফের সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপির হাতে চলে যাওয়া ভাটপাড়া পুরসভা ফের ‘ছিনিয়ে’ নিল তৃণমূল কংগ্রেস। পুরবোর্ড 'দখলের' পর ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিংকে ‘বাচ্চা ছেলে’ বলে একহাত নিলেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে, ভাটপাড়ায় বৃহস্পতিবারের অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছে অর্জুনবাহিনী। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘রাজনৈতিকভাবে ওঁর (অর্জুন) এখনও পরিপক্কতা আসেনি’’। একইসঙ্গে বিজেপিকে নিশানা করে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘শীঘ্রই পশ্চিমবঙ্গে বিজেপি পাতালে চলে যাবে’’।
আরও পড়ুন: ‘তৃণমূল আবির খেলেছে, ডিস্কো ডান্স করেছে, শেষে আদালতে ধাক্কা খেয়েছে’
জ্যোতিপ্রিয়র নিশানায় অর্জুন
তৃণমূলের ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘অর্জুন সিং বাচ্চা ছেলে। ও বিধায়ক-সাংসদ হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে ওর পরিপক্কতা আসেনি। অনেক মস্তান দেখেছি। ৫টা পুরসভাও নিয়েছি। একটাও ও নিতে পারেনি। অর্জুনের জানা উচিত, বিজেপির নিরসন হচ্ছে। শীঘ্রই পশ্চিমবঙ্গে বিজেপি পাতালে চলে যাবে। ও ভাল থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। নববর্ষে অর্জুনের দীর্ঘজীবন কামনা করি। পরিবার নিয়ে ও সুন্দর থাকুক’’।
আরও পড়ুন: বঙ্গ বিজেপির সভাপতি পদে কি দিলীপ ঘোষ? মুখ খুললেন নিজেই
অন্যদিকে, ভাটপাড়া পুরবোর্ড ‘হাতছাড়া’ হওয়ার পর এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে অর্জুন সিং বলেন, ‘‘পুলিশের ক্ষমতার উপর চলছে সব। আমার বিরুদ্ধে অনেক মামলা করেছে। কিন্তু, আমি কি পিছিয়ে গিয়েছি? পুনর্দখল আবার কাকে বলে? এটা একটা ভাল বাংলা শব্দ। হাইকোর্ট কী রায় দেয় দেখা যাক, তারপরই না হয় পুনর্দখল-দখল এসব গল্প শেষ করা যাবে’’।
উল্লেখ্য, বৃহস্পতিবার আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভা ‘পুনরুদ্ধার’ করেছে তৃণমূল, এমনটাই খবর। বেআইনিভাবে আস্থা ভোট করানোর অভিযোগ তুলে এদিন ভোটাভুটিতে অংশ নেয়নি বিজেপির কাউন্সিলররা । তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পদ্মশিবির।