Advertisment

Kailash Gahlot joins BJP : ইডি-সিবিআইয়ের ভয়েই বিজেপিতে যোগ? স্পষ্ট করলেন কেজরির মন্ত্রী

Kailash Gahlot joins BJP : আম আদমি পার্টি থেকে পদত্যাগের একদিন পর দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরের উপস্থিতিতে গেহলট বিজেপিতে যোগদান করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Aam Aadmi Party

Kailash Gahlot joins BJP : ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের পরে, কৈলাশ গেহলটের নিশানায় আম আদমি পার্টি।  

Advertisment

আম আদমি পার্টি থেকে পদত্যাগের একদিন পর দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরের উপস্থিতিতে গেহলট বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগ দিয়েই আপকে তুমুল আক্রমণ করেন আপের প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট। তিনি স্পষ্ট করে দেন  সিবিআই, ইডি-র ভয়ে তিনি বিজেপিতে যোগ দেননি। তিনি আরও বলেন, এটা রাতারাতি নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, কোনো চাপের মুখেও নেওয়া সিদ্ধান্ত নয়।  

গেহলট বলেন, 'কেউ কেউ হয়তো ভাবছেন যে রাতারাতি এবং কোন চাপের মুখে পড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই  আজ পর্যন্ত আমি কারও চাপে কোন কাজ করিনি। আমি শুনছি যে একটা বিষয়কে রটানোর চেষ্টা চলছে যে ইডি, সিবিআইয়ের ভয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমি সাফ জানিয়ে দিতে চাই, এমন মনে করার কোন কারণ নেই। এটা সম্পূর্ণ ভুল…'।

দিকে দিকে হিংসা, জ্বলছে আগুন, শান্তি ফেরাতে তড়িঘড়ি বৈঠকে শাহ

তিনি আরও বলেন, 'দিল্লির মানুষের সেবা করার লক্ষ্যে আমি AAP-তে যোগ দিয়েছিলাম। যে মূল্যবোধের জন্য আমরা আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলাম তা আমার চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছিল। এটা আমার একার নয় লক্ষ 'আপ' কর্মীর কণ্ঠ...। যারা সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য সামনে রেখেছিল তারা এখন 'সাধারণ মানুষ' থেকে 'বিশেষ'-এ পরিণত হয়েছেন।'

কী বললেন মনোহর লাল?
কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, 'আজ দিল্লির প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লির রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ দিল্লি সরকারের একজন সিনিয়র মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। আমি নিশ্চিত আপনার বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির কাজ দেখেছেন। আপনাকে বিজেপিতে স্বাগত...'। 

AAP
Advertisment