/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/kailash-mukul-arjun-mamata-759.jpg)
কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকুল রায় ও অর্জুন সিংকে খুনের চক্রান্ত করছে তৃণমূল, এমন বিস্ফোরক অভিযোগ করে এবার সরব হলেন বিজেপি কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। ‘‘তৃণমূল ও পুলিশ মিলে মুকুলদা ও অর্জুন সিংকে খুনের ষড়যন্ত্র করছে’’, এ অভিযোগই করেছেন বিজয়বর্গীয়। উল্লেখ্য, গত রবিবার শ্যামনগরে পার্টি অফিস দখল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। এ ঘটনায় মাথা ফাটে অর্জুন সিংয়ের। বিজেপি সাংসদের উপর আক্রমণের ঘটনায় সরব হয়ে মুকুল রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত, ওঁকে গ্রেফতার করা হোক’’। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অর্জুন সিংও মুকুলের সুরে বলেন, মুখ্যমন্ত্রী খুনের ষড়যন্ত্র করেছেন, তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে। মুকুল-অর্জুনের পর এ ইস্যুকে সামনে রেখে যেভাবে সরব হলেন বিজয়বর্গীয়, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বৈশাখীই ব্ল্যাকমেল করছেন, শোভনের কোনও হাত নেই: রত্না
সন্দেশখালিতে বিজেপি কর্মীদের হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে এ প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় আরও বলেন, ‘‘যেদিন থেকে মুকুলদা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, তারপর থেকেই মুকুলদার বিরুদ্ধে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু উনি যখন তৃণমূলে ছিলেন, তখন কোনও মামলা দায়ের হয়নি। এখনও খুন, খুনের চেষ্টার মামলা দায়ের করা হচ্ছে ওঁর বিরুদ্ধে। অর্জুন সিংয়ের বিরুদ্ধেও ৫০টি মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মাসে এসব মামলা দায়ের করা হয়েছে। যেদিন থেকে উনি আমাদের দলে যোগ দিয়েছেন, সেদিন থেকে মামলা দায়ের করা হচ্ছে’’। এরপর বিজয়বর্গীয় বলেন, ‘‘আমার নামেও মামলা করা হচ্ছে’’।
আরও পড়ুন: বৈশাখী ‘নতুন বউ’! শোভন কী বললেন দিলীপকে?
অন্যদিকে অর্জুন সিংয়ের উপর আক্রমণের প্রসঙ্গ টেনে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুকুল। একদা তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ বলেন, ‘‘অর্জুন সিংকে খুনের চক্রান্ত এটা। দেশে এ ধরনের ঘটনা আগে কখনও দেখিনি’’। একদা তৃণমূলের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং বলেন, ‘‘পুলিশ সুপারি কিলারের মতো কাজ করছে। আমাদের সবাইকে নিশ্চিহ্ন করে দিতে চায়’’। এই মন্তব্যের পাল্টা হিসেবে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, সুপারি কিলারদের সঙ্গে ওঁর (অর্জুন) আসলে এত নিবিড় সম্পর্ক, যে উনি এই শব্দটা ভাল বোঝেন। মানুষ দেখেছে কী ঘটেছে ব্যারাকপুরে। উনি কী বলছেন, তাতে না আমল দেওয়াই ভাল’’।
Read the full story in English