Advertisment

বন্যাত্রাণে আরবের টাকা ফেরানোর সিদ্ধান্তের সমালোচনায় সরব প্রকাশ কারাত

‘ভুয়ো প্রেস্টিজ’ ছুড়ে ফেলে কেরালা সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশ কারাতের দাবি, সংযুক্ত আরবআমীরশাহীতে বহু ভারতীয় কর্মরত রয়েছেন, যাঁদের ৮০ শতাংশই কেরালার মানুষ। (ফোটো- ইন্ডিয়ান এক্সপ্রেস)

কেরালার বন্যাত্রাণে সংযুক্ত আরব আমীরশাহীর দেওয়া সহায়তার অর্থ ফেরানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের সমালোচনা করল সিপিআই(এম)। দলের কেন্দ্রীয় নেতা প্রকাশ কারাত বলেছেন, এটা ‘সঠিক নীতি’ নয়। এ ব্যাপারে কেরালা সরকারের সঙ্গে কথা বলে প্রয়জনীয় পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisment

সিপিআই এমের রাজ্য কমিটির বৈঠকের সূত্রে ত্রিপুরায় গিয়ে এ কথা বলেন প্রকাশ কারাত। ত্রিপুরায় তাঁর সফরসঙ্গী ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

শুক্রবার তাঁদের সফর শেষে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে এক সাংবাদিক বৈঠকে কারাত বলেন, বন্যা দুর্গত কেরালার পাশে দাঁড়িয়েছেন সারা দেশের মানুষ। সব জায়গাতেই পাঠানো হচ্ছে, বিভিন্ন সামগ্রী ও অর্থ। প্রকাশ কারাত জানান, কেরালা সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী, রাজ্যে বন্যায় মোট ক্ষতির আর্থিক পরিমাণ ২০ হাজার কোটি টাকা। তিনি মনে করিয়ে দেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এ যাবৎ মাত্র ৬০০০ কোটি টাকা ত্রাণ হিসেবে দিয়েছেন সে রাজ্যকে।

সাংবাদিকদের উদ্দেশে কারাত বলেন, ‘‘কেরালা সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী, বন্যায় ক্ষতির পরিমাণ ২০০০০ কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ৬০০০ কোটি টাকা সাহায্য করেছে। এরকম সময়ে দাঁড়িয়ে, সংযুক্ত আরব আমীরশাহীর মত কোনও কোনও বিদেশের সরকার সাহায্য দেওয়ার জন্য এগিয়ে এসেছে, যারা জানিয়েছে, ত্রাণ ও পুনর্বাসনের জন্য তারা ৭০০ কোটি টাকা পর্যন্ত পাঠাতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে, এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

প্রকাশ কারাতের দাবি, সংযুক্ত আরবআমীরশাহীতে বহু ভারতীয় কর্মরত রয়েছেন, যাঁদের ৮০ শতাংশই কেরালার মানুষ।

এন ডি এ সরকারকে এক হাত নিয়ে কারাত বলেন, ‘‘এঁরা কঠোর পরিশ্রম করে আরবকে গড়ে তুলছেন।ফলে সংযুক্ত আরব আমীরশাহীর পক্ষে সাহায্যের হাত বাড়ানো খুবই স্বাভাবিক। আমাদের প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার সাহায্য প্রত্যাখ্যান করল কেন? আমরা একে সঠিক নীতি বলে মনে করছি না। ভারত একটা সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে, তাদের কারও সাহায্য়ের প্রয়োজন নেই, এ ধরনের ভুয়ো প্রেস্টিজের সঙ্গে আমরা নেই।’’

আরও পড়ুন, সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকা ছুঁতে পারবে না কেরালা!

তিনি বলেন, কেরালার মানুষের সর্বস্তর থেকেই সাহায্য প্রয়োজন। ‘ভুয়ো প্রেস্টিজ’ ছুড়ে ফেলে কেরালা সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি।

কারাত আরও বলেন, ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী, দলিত, আদিবাসীদের ওপর আক্রমণ বেড়ে চলেছে। বাড়ছে গণপিটুনির ঘটনা, বাড়ছে মূল্যবৃদ্ধি। দেশের পরিবেশ কলুষিত হচ্ছে। প্রশসানিক অবক্ষয়ের বিরুদ্ধে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ২ লক্ষ শ্রমিক-কৃষকের সমাবেশ হবে বলে জানিয়েছেন প্রকাশ কারাত।

kerala
Advertisment