কর্নাটক নিয়ে ক্রমশই সুর চড়াচ্ছে কংগ্রেস। কর্নাটকের রাজ্যপালের ভূমিকার প্রতিবাদ জানিয়ে আজ দেশ জুড়ে সেভ ডেমোক্র্যাসি ডে কর্মসূচি করছে কংগ্রেস নেতৃত্ব। দেশের সব শহরের রাজধানীতে ও জেলা সদরগুলিতে এ নিয়ে প্রতিবাদে মুখর হবেন কংগ্রেস নেতা-কর্মীরা। শুধু তাই নয়, সব রাজ্যের রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ও শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এদিকে কর্নাটকের রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও জেডি(এস)।
কর্নাটকের রাজ্যপালকে নিশানা করে বিবৃতি দিয়ে কংগ্রেস জানায় যে, ইয়েদুরাপ্পাকে সরকার গড়তে ডেকে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন, তা একপ্রকার গণতন্ত্রের হত্যা করার শামিল। কর্নাটকের রাজ্যপালের ভূমিকা নিয়ে কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে পারেন বলেও জানা গেছে।
আরও পড়ুন, আজ ইয়েদুরাপ্পার ভাগ্যপরীক্ষা! কর্নাটক নিয়ে কী দিশা দেবে সুপ্রিম কোর্ট?
কর্নাটকের ঘটনা নিয়ে ট্যুইটারে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতারা। কেমনভাবে প্রতিবাদ দেখিয়েছেন তাঁরা, তার কয়েকটি উদাহরণ-
The BJP’s irrational insistence that it will form a Govt. in Karnataka, even though it clearly doesn’t have the numbers, is to make a mockery of our Constitution.
This morning, while the BJP celebrates its hollow victory, India will mourn the defeat of democracy.
— Rahul Gandhi (@RahulGandhi) 17 May 2018
Highlights of the AICC press briefing by Communications In-Charge @rssurjewala on @BSYBJP's oath as Karnataka CM. #UnconstitutionalCMYeddy pic.twitter.com/ACRaYvOcuJ
— Congress (@INCIndia) 17 May 2018
The way this BJP govt has subverted democracy is deplorable and unacceptable. I urge the nation to stand up in a united voice against such brazen abuse of power. #SaveDemocracy #UnconstitutionalCMYeddy
— Jyotiraditya Scindia (@JM_Scindia) 18 May 2018
लोकतंत्र और संविधान की हुई हत्या, राज्यपाल ने टेके बीजेपी के आगे घुटने, राजस्थान में नहीं मिलेगा ऐसा करने का मौका, क्योंकि यहां कांग्रेस जीतेगी भारी बहुमत से।
Staged a protest today in Jaipur against the "murder of democracy" being done in Karnataka pic.twitter.com/sMUP0KWPsS— Sachin Pilot (@SachinPilot) 17 May 2018
গতকালই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা। ইয়েদুরাপ্পার শপথগ্রহণে স্থগিতাদেশ চেয়ে বুধবার রাতেই সুপ্রিম কোর্টে গিয়েছিল কংগ্রেস। রাতভর শুনানির পর ভোর সাড়ে পাঁচটায় শীর্ষ আদালত জানিয়ে দেয়, স্থগিতাদেশ দেবে না তারা। শেষপর্যন্ত সকাল সাড়ে ৯ টায় শপথ নেন ইয়েদুরাপ্পা।