কর্তারপুর পাকিস্তানে যাওয়ার কথাই ছিল না। কংগ্রেস নেতাদের দূরদৃষ্টি এবং সংবেদনশীলতার অভাবের কারণেই কর্তারপুর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। এ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজস্থানের হনুমানগড়ে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, সে সময়ে কংগ্রেস নেতাদের গুরু নানকের গুরুত্ব সম্পর্কে কোনও ধারণা ছিলনা এবং শিখ ভাবাবেগের প্রতি কোনও শ্রদ্ধাও ছিল না। মোদী বলেছেন, ‘‘কর্তারপুর করিডোরের কৃতিত্ব আপনাদের ভোটের। কংগ্রেসের ভুল শোধরানো আমার নিয়তি।’’
প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস ক্ষমতালোভের জন্য যে সব ভুল করেছিল, তার মাশুল জোগাচ্ছে সারা দেশ। তিনি বলেন, ‘‘কংগ্রেসের তৎকালীন নীতি নির্ধারকরা ক্ষমতায় বসার জন্য তাড়াহুড়ো করছিলেন। দেশভাগ তো হলই, তাতেও বেশ কিছু ভুল হল, যে কারণে কর্তারপুর সাহেব পাকিস্তানে চলে গেল।’’
আরও পড়ুন, হায়দরাবাদের নাম বদলাতে বিজেপি-কে ভোট দেওয়ার ডাক আদিত্যনাথের
‘‘সামান্য একটু জ্ঞানগম্যি থাকলে বা একটু সংবেদনশীলতা থাকলে ভারত থেকে মাত্র তিন কিলোমিটার দূরের কর্তারপুর আমাদের পর হয়ে যেত না। ওঁদের দূরদৃষ্টি এবং সংবেদনশীলতার অভাবের জন্য এবং শিখ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতার অভাবের কারণে এ ঘটনা ঘটে।’’
মোদী বলেন, কংগ্রেস ৭০ বছর ক্ষমতায় ছিল, সে সময়ে দেশ বহু লড়াই লড়েছে এবং জিতেছে, কিন্তু কর্তারপুর সাহিবে প্রার্থনার ব্যবস্থা তারা করতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন. ‘‘কংগ্রেস কেন এতবড় ভুল, এত বড় অন্যায় করেছিল? আমার নিয়তি হল তাদের ভুলগুলিকে সংশোধন করা। এর কৃতিত্ব মোদীর নয়, আপনাদের এক একটা ভোটের। আপনাদের ভোটের মূল্যকে খাটো করবেন না।’’
Read the Full Story in English