Advertisment

'রাহুল-সোনিয়ার জন্যই মোদীর বাড়বাড়ন্ত', বেনজির আক্রমণ রামচন্দ্র গুহর

বামেদেরও কটাক্ষ করতে পিছপা হননি ইতিহাসবি রামচন্দ্র গুহ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গান্ধীদের বেনজির আক্রমণ রামচন্দ্র গুহর।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে কদিন আগেই বেঙ্গালুরুতে গ্রেফতার হয়েছিলেন। এবার সেই রামচন্দ্র গুহই বেনজির আক্রমণ সোনিয়া ও রাহুল গান্ধীকে। বিখ্যাত এই ইতিহাসবিদের মতে মোদীর উত্থানের পিছনে রয়েছে গান্ধীদের অবদান। তিনি বলেন, 'রাহুল গান্ধীকে নির্বাচিত করে ভয়ঙ্কর ভুল করেছেন কেরালার মানুষ।' রামচন্দ্র গুহ মনে করেন, দেশের নতুন প্রজন্ম গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মকে চায় না। ভারতীয় রাজনীতিতে রাহুলের সফলতার সম্ভাবনাও কম। সোনিয়া নেতৃত্বাধীন কংগ্রেসের দুর্বলতার জন্যই উগ্র চরম হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিচ্ছে বলে দাবি তাঁর। এছাড়া, বাম নেতৃত্বেরও সমালোচনা করছেন রামচন্দ্র গুহ।

Advertisment

শুক্রবার কেরালায় সাহিত্য উৎসবে প্রখ্যাত ইতিহাসবিদ গুহ বলেন, 'রাহুল গান্ধীর সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। রাহুল যথেষ্ঠ ভদ্র এবং সুশৃঙ্খল স্বভাবের মানুষ। কিন্তু, নতুন ভারত পরিবারতন্ত্রের পঞ্চম প্রজন্মের ফসলকে চায় না। কেরল রাহুল গান্ধীকে নির্বাচিত করে একটা ভয়ঙ্কর ভুল করেছে। ২০২৪-এও যদি একই ভুল করা হয়, তাহলে মোদিকেই সুবিধা করে দেওয়া হবে।'

আরও পড়ুন: অভিভাবকদের জন্মস্থান-তারিখ নিয়ে এনপিআর বৈঠকে প্রশ্ন বিরোধীদের

তবে, কংগ্রেসের অধঃপতনের জন্য ব্যক্তি রাহলকে দায়ী করতে রাজি নন রামচন্দ্র গুহ। তিনি বলেন, 'রাহুল যদি এর চেয়ে অনেক বেশি পরিশ্রমী ও বুদ্ধিমানও হতেন, তাতেও তিনি নরেন্দ্র মোদীকে হারাতে পারতেন না। মোদির সবচেয়ে বড় সিবিধা হল, তিনি রাহুল গান্ধী নন। নিজেকে নিজে তৈরি করেছেন। ১৫ বছর একটি রাজ্য চালিয়েছেন।' তাঁর সংযোজন, আজ বিজেপি সব কাজের জন্য নেহেরুকে দায়ী করতে পারার পিছনে গান্ধীদের উপস্থিতিই দায়ী বলে মনে করে গুহ। তাঁর কথায়, 'নেহেরুকে পরবর্তী সাত প্রজন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে। সবসময় মোদি বলেন, নেহেরু পাকিস্তানে এই করেছে, চিনে ওই করেছে। এসব বলার কারণ, রাহুলের উপস্থিতি। রাহুল না থাকলে মোদিকে নিজের কাজের কথা বলতে হত।'

publive-image মোদী ও রাহুল গান্ধী

সোনিয়া গান্ধীকে আক্রমণ করতে গিয়ে মুঘল সাম্রাজ্যের উদাহরণ দিয়েছেন ইতিবাসবিদ রামচন্দ্র গুহ। মুঘল বাদশারা তাদের সাম্রাজ্য পরিচালনায় কতটা উদাসীন ছিলেন সেই কথা বলেন তিনি। জানান, 'ভারত অনেক বেশি গণতান্ত্রিক হচ্ছে। আর গান্ধীরা সেটা উপলব্ধি করতে পারছেন না।'

কংগ্রেস নেতৃত্বকে বেনজির আক্রমণ শানিয়ে গুহ বলেন, “ভারত অনেক বেশি গণতান্ত্রিক হচ্ছে। আর গান্ধীরা সেটা বুঝতেই পারে না।” সোনিয়ার উদ্দেশে তাঁর কটাক্ষ, 'আপনি দিল্লিতে বসে আছেন। আপনার সাম্রাজ্যের ক্রমশ ক্ষয় হচ্ছে। আর আপনার চামচারা আপনাকে বুঝিয়ে চলেছেন, যে সব ঠিকঠাক চলছে। আপনি এখনও বাদশাহ।'

আরও পড়ুন: ‘দেশে গৃহযুদ্ধ বাধাতে চাইছেন রাহুল গান্ধী, টুকড়ে টুকড়ে গ্যাং, ওয়েইসি’

রামচন্দ্র গুহ মনে করেন রাহুল গান্ধী রাজনীতিগান্ধীগ থেকে আপাতত অব্যাহতি নিলেই তা একমাত্র মোদীর চিন্তার কারণ হবে। কারণ বিজেপি ও মোদীকে তখন নিজেদের রাজনীতির কথা বলতে হবে।

দেশের বাম নেতৃত্বকেও এদিন তুলোধনা করেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি বলেন, 'বামেরা ভণ্ডামি করছে। দেশের থেকে অন্য রাষ্ট্রকে তাঁরা বেশি ভালোবাসে।'

Read  the full story in English

rahul gandhi sonia gandhi
Advertisment