/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-78.jpg)
বুধবার সংসদের বাজেট অধিবেশন চলাকালীন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেও আলোচনায় অংশ নেন। আদানি ইস্যুতে সরকারকে ক্রমাগত কোনঠাসা করার চেষ্টা করছেন বিরোধী শিবির। এবার মাফলার নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হল কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেকে। বিতর্ক চলাকালীন খড়গের গলার মাফলার নিয়ে সমালোচনা করেছেন বিজেপি নেতারা।
সংসদে৫৬হাজারটাকা দামেরমাফলারপরেছিলেনখড়গে?
বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে যে মাফলারটি গলায় পড়ে ছিলেন তার দাম ৫৬ হাজার টাকা। তিনি মাফলারের দামের একটি স্ক্রিনশটও টুইট করেছেন। পুনাওয়ালাও প্রধানমন্ত্রী মোদীর ছবি টুইট করেছেন। এই ছবিতে, প্রধানমন্ত্রীকে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি একটি জ্যাকেট পরে থাকতে দেখা গেছে। পুনাওয়ালা লিখেছেন, "পরীক্ষা আপনা আপনা, মেসেজ আপনা আপনা।"
আরও পড়ুন: < লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণের মাঝেই অলিম্পিকের প্রস্তুতিতেও নজর অমিত শাহের >
Taste Apna Apna , Message Apna Apna
PM @narendramodi sends a “green message” with his sustainable fashion - blue jacket; enlisting Jan Bhagidari for the cause of sustainable growth & environment
Meanwhile, Kharge ji sports an expensive LV scarf 🧣 ((not making any judgment)) pic.twitter.com/RijtfCCsGq— Shehzad Jai Hind (@Shehzad_Ind) February 8, 2023
খড়গের গলার মাফলার নিয়ে পীযূষ গোয়েলের কটাক্ষ
আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে কংগ্রেস নেতা খড়গে তাকে 'মৌনি বাবা' বলেও ডাকেন। এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর বলেছেন যে এই ধরনের মন্তব্য তাঁর পদমর্যাদার সঙ্গে খাপ খায় না। পীযূষ গোয়েল বলেছেন যে তিনি ভিত্তিহীন অভিযোগ করছেন। তিনি ব্যঙ্গ করে বললেন, "আপনি যে লুই ভিটন মাফলারটি পরছেন তা নিয়ে জেপিসির দাবি কেন জানাচ্ছেন না”?
খাড়গে আরও বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'না খাউঙ্গা না খানে দুঙ্গা'। এটা কি শুধুই রসিকতা ছিল? গৌতম আদানির নাম না নিয়ে তিনি বলেছেন যে মোদীর ‘ঘনিষ্ঠ বন্ধুর’ সম্পদের পরিমাণ মাত্র আড়াই বছরে ১৩ গুণ বেড়েছে। এর পিছনে কী অলৌকিক ঘটনা আছে?