কলকাতা পুরভোটের শুরু থেকেই নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলতে শুরু করে। সকালে ২২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহতিকে হেনস্থার অভিযোগ ওঠে। তাঁর পোশাক ছেঁড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে এলাকায় ভয়ের আবহ তৈরির অভিযোগ শাসকদলের।
তবে ইতিমধ্যেই মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগটি খতিয়ে দেখছে কমিশন। অবজার্ভারেরর কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনের।
আজ কলকাতা পুরভোট। শহর কলকাতার ১৪৪টি কেন্দ্রে চলছে ভেটাগ্রহণ। ভোট শুরুর পরপরই কলকতার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলতে শুরু করে।
জোড়াবাগান এলাকায় ২২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত। তাঁর অভিযোগ ''তৃণমূল বহিরাগতদের এনে বুথ দখলের চেষ্টা করছিল। খবর পেয়ে সেখানে যেতেই আমাকে বাধা দেওয়া হয়। হেনস্থা করা হয়।''
আরও পড়ুন- KMC Election 2021 LIVE Updates: মেটিয়াবুরুজে ছাপ্পা ভোটের অভিযোগ, জোড়াবাগানে মীনাদেবী পুরোহিতকে ‘হেনস্থা’
যদিও বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ নস্যাৎ করেছে শাসকদল তৃণমূল। তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের পাল্টা দাবি, বিজেপিই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা করছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন