Advertisment

Election Cost: এক দেশ এক নির্বাচন বিতর্কের মাঝে সামনে এল চোখ কপালে তোলা তথ্য! জানেন 'একটি ভোটের' খরচ?

Election Cost: ভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে নির্বাচন কমিশন কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয়। এর বাইরে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মচারীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
election cost

জানেন 'একটি ভোটের' খরচ?

Election Cost:  এক দেশ এক নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। ইতিমধ্যে লোকসভায় পেশ হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। পক্ষে-বিপক্ষে অনেক মতামতের মাঝেই সামনে এসেছে 'এক ভোটের খরচ'। জানেন কী লোকসভা নির্বাচনে কত টাকা খরচ হয়? 

Advertisment

১৯৫২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতে প্রতি বছর গড়ে ৬টি  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পরিসংখ্যান শুধুমাত্র লোকসভা এবং বিধানসভার নির্বাচনের।  জন্য। পঞ্চায়ত-পুরসভা নির্বাচনের সংখ্যা এই তালিকায় অন্তর্ভুক্ত নেই। সেই সংখ্যা যোগ করা হলে  হলে প্রতি বছর নির্বাচনের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। এখন যদি নির্বাচন ব্যয়ের সম্পর্কে আলোচনা হয় তাহলে ১৯৫১ সালে স্বাধীনতার  পর দেশে প্রথম লোকসভা নির্বাচন হয় এবং এই নির্বাচনে প্রায় ১০.৫ কোটি টাকা খরচ হয়েছিল। তখন প্রায় ১৭ কোটি ভোটার ভোট দিয়েছেন।  

একটি ভোটের মূল্য, আপনি কি জানেন?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে খরচের কথা বললে, এই নির্বাচনে ১.৩৫ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। সেন্টার ফর মিডিয়া স্টাডিজ অনুমান করেছে যে নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এবার একটি ভোটের খরচ বেড়ে ১৪০০ টাকায় পৌঁছেছে। যেখানে প্রথম নির্বাচনে একটি ভোটের  খরচ ছিল ৬০ পয়সা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ১৪০০ টাকা।

Advertisment

২০০৪ লোকসভা নির্বাচনে,  ভোটার প্রতি খরচ ছিল ১২ টাকা, ২০০৯ লোকসভা নির্বাচনে ভোটার প্রতি খরচ বেড়ে দাঁড়ায় ১৭ টাকা৷ ২০১৪ সালের নির্বাচনে, ভোটার প্রতি খরচ ছিল প্রায় ৪৬ টাকা এবং ২০১৯ লোকসভা নির্বাচনে, এই ভোটার প্রতি খরচ ৭২ টাকা বেড়েছে। ১৯৫৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে কমিশন ৫.৯ কোটি টাকা ব্যয়  করেছিল। অর্থাৎ প্রতিটি ভোটারের জন্য নির্বাচনী ব্যয় ছিল মাত্র ৩০ পয়সা।

কোন বছরে কত খরচ

১৯৯৯ সালে যখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন এই পুরো প্রক্রিয়াটিতে মোট ৮৮০ কোটি টাকা ব্যয় হয়েছিল, যেখানে ২০০৪ সালের নির্বাচনে এই ব্যয়  বেড়ে ১২০০ কোটি টাকা হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, ব্যয় হয়েছিল প্রায় ৩৮৭০ কোটি টাকা, তারপর ২০১৯ সালের  নির্বাচনের পরিসংখ্যান অনুসারে  ব্যয় প্রায় ৬৫০০ কোটি টাকা ছিল। সবচেয়ে বড় কথা হল গতবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে খরচ হয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা।

ভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে নির্বাচন কমিশনের পক্ষ  থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়, এর বাইরে নির্বাচনের কাজে নিযুক্ত   কর্মচারীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে কমিশন। এভাবে একবার লোকসভা নির্বাচন করতে খরচ হয় শ'য়ে শ'য়ে কোটি টাকা ।

 

Election
Advertisment