/indian-express-bangla/media/media_files/2024/12/18/CWgBVGGcaGCOVEChzYYd.jpg)
আম্বেদকর,দলিত ইস্যুতে কটাক্ষ! কংগ্রেসকে তুলোধোনা মোদীর
PM Modi News: বিআর আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে সরকারকে কোণঠাসা করছে বিরোধী দল। বুধবার এই ইস্যুতে সংসদের উভয় কক্ষে বিরোধী দলের সাংসদরা তোলপাড় ফেলেন। অমিত শাহের পদত্যাগ দাবি করছে কংগ্রেস। এরই মধ্যে বিরোধীদের কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এক্সে এক পোস্টে মোদী লিখেছেন, 'দেশের মানুষ বারবার দেখেছে যে কীভাবে একটি 'রাজবংশের' নেতৃত্বে একটি দল ডক্টর আম্বেদকরের উত্তরাধিকার মুছে ফেলার এবং SC/ST সম্প্রদায়কে অপমান করার জন্য নোংরা কৌশল ব্যবহার করেছে। '
মোদী আরও লিখেছেন আম্বেদকরের প্রতি কংগ্রেসের অন্যায়ের তালিকা তাঁর কাছে রয়েছে। একবার নয় দুবার নির্বাচনে আম্বেদকরকে পরাজিত করতে পন্ডিত নেহেরু তার বিরুদ্ধে প্রচার চালান এবং তার পরাজয়কে 'প্রতিপত্তি'র বিষয় হিসাবে জাহির করেন'। পাশাপাশি কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, আম্বেদকর ভারতরত্ন থেকে বঞ্চিত হন । কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন, তারা অস্বীকার করতে পারে না যে তাদের শাসনে SC/ST সম্প্রদায়ের বিরুদ্ধে নিকৃষ্টতম গণহত্যা সংঘটিত হয়েছে। তারা বছরের পর বছর ক্ষমতায় ছিল, কিন্তু এসসি এবং এসটি সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কিছুই করেনি।
ক্যান্সার চিকিৎসায় খুলল নতুন দিগন্ত! রাশিয়ার বিরাট দাবিতে বিশ্বজুড়ে বড় স্বস্তি
If the Congress and its rotten ecosystem think their malicious lies can hide their misdeeds of several years, especially their insult towards Dr. Ambedkar, they are gravely mistaken!
— Narendra Modi (@narendramodi) December 18, 2024
The people of India have seen time and again how one Party, led by one dynasty, has indulged in…
রাজ্যসভায় অমিত শাহের দেওয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, 'সংসদে, অমিত শাহ ডক্টর আম্বেদকরকে অপমান করার এবং SC/ST সম্প্রদায়কে উপেক্ষা করার কংগ্রেসের অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন। শাহের এই তথ্যে কংগ্রেস উদ্বিগ্ন। তাই নাটক করছে কংগ্রেস। জনগণ সব সত্যটাই জানেন'।