বৃহস্পতিবার বিজেপির আইন অমান্য কর্মসূচী থেকে বিজেপি নেতা-সহ ১৮ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এ দিন দলীয় কর্মীদের বিরুদ্ধে রাজ্যের পুলিশের মিথ্যে মামলা আনার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা।
দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক রাজু বন্দোপাধ্যায় ও সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেহালা ব্লাইন্ড স্কুল থেকে শুরু হয় মিছিল। বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে আসতেই মিছিল আটকায় পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের।
আরও পড়ুন, রথ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বিজেপি-র
গ্রেফতার হওয়া সমস্ত কর্মীকেই মুক্ত করা হয় কিছুক্ষণ পর। রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আমাদের আটকায়। কোনও রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হচ্ছে না আমাদের। পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে"।
Read the full story in English