দেশ জুড়েই সদ্য কৃষকদের হাতে হাত মিলিয়ে স্লোগান আওড়াতে দেখেছে ভারতবাসী। মহারাষ্ট্রে, বাংলায়, দিল্লিতে। শাসক দলের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের রেশ এখনও কাটেনি বাংলা থেকে। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা শুধু যে ভাবে, তাই-ই নয়, কৃষকদের উপার্জনও তিনগুণ বাড়িয়েছে সরকার।
পূর্ব বর্ধমানের কালনার এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্র আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা ভাবছে, এর কত আগে আমরা তিনগুণ বাড়িয়েছি আয়। কৃষক বাজার তৈরি করেছি আমরা, কর্ম তীর্থ তৈরি করেছি। আমরা জোর করে কৃষকদের জমিও অধিগ্রহণ করি না। সমবায় ব্যাঙ্কগুলোকে আমরা বলেছি, কৃষকদের যেন আরও বেশি করে ঋণ দেয়"।
আরও পড়ুন, রাজারহাটে তৈরি হচ্ছে নতুন ডেটা সেন্টার
সভায় মমতা বলেন, "আগে ৬৫০০০ কৃষক পেনশন পেতেন, সেই সংখ্যাটাকে আমরা এক লক্ষে নিয়ে যেতে পেরেছি। প্রতি মাসে হাজার টাকা পেনশন দেওয়া হয়। চাষের কাজে লাগে এমন যন্ত্রপাতিও কৃষকদের দেওয়ার চেষ্টা করি আমরা। সিপিএম আমাদের নামে কুৎসা রটায়। ওরা যত খুশি ধর্না দিক, আমরা ক্ষমতায় আসার পর একজন কৃষকও কাজ খুইয়েছেন বললে আমি মানব না"।
ঋণ মকুব এবং পরিবারের অন্য সদস্যদের চাকরির দাবিতে বুধবার সিপিএম-এর কৃষক শাখা আয়োজিত বিক্ষোভে জমায়েত হয়েছিলেন ১৫ হাজার কৃষক। সিঙ্গুর থেকে কলকাতা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় কৃষকদের।
Read the full story in English