২০১৯-এর ফেব্রুয়ারির মধ্যেই কলকাতায় তৈরি হতে চলেছে ডেটা সেন্টার। সমগ্র ব্যবস্থাপনায় থাকছে তথ্য প্রযুক্তি সংস্থা সিফি। 'এমার্জিং টেক কনক্লেভ'-এর প্রথম দিনেই এই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফ থেকে।
সিফি টেকনলজি-র সিইও কমল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, "প্রায় ৫০ হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে কলকাতার রাজারহাটে তথ্য কেন্দ্র তৈরি হচ্ছে। মূলত পূর্ব ভারতের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ডেটা সেন্টার। কিন্তু চাইলে দেশের অন্য অঞ্চলের গ্রাহকরাও পরিষেবা পাওয়ার জন্য এখানে নথিভুক্ত করাতে পারবে। ক্লাউড ভিত্তিক পরিষেবা চালু করার জন্য আরও কয়েকটি রাজ্য সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে"।
আরও পড়ুন, কলকাতা বইমেলা ২০১৯: ৮টি জরুরি তথ্য যা জানা দরকার
নানা পক্ষের চিন্তা ভাবনা ভাগ করে নেওয়ার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল 'এমার্জিং টেক কনক্লেভ'-এ। আলচনা সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা। আলোচনা সভায় কমল নাথ আরও বললেন, "পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ডিজিটাল পরিষেবাকে আপন করে নেওয়ার প্রবণতা রয়েছে, তাছাড়া এখানে এখন স্কিল ডেভেলপমেন্ট-এর ওপরেও জোর দেওয়া হচ্ছে"।
ডিজিটাল তথ্যের জন্য তিনটি সবচেয়ে জরুরি বিষয় হল, ধ্যানধারণা, দক্ষতা এবং প্রযুক্তি বা যন্ত্রপাতি। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন জানালেন, আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর রাজ্যে দু'দিন ব্যাপী ব্লকচেইন কংগ্রেসের আয়োজন করা হবে।
Read the full story in English