গরু পাচার মামলায় অস্বস্তি বাড়ল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। সিঙ্গল বেঞ্চের পর এবার 'রক্ষাকবচ' চেয়ে আর্জি খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চেও। গত ৪ মার্চ গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তৃতীয়বার তলব করে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই নোটিশের পরিপ্রেক্ষিতে আইনি 'রক্ষাকবচ' চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল নেতা। সিঙ্গল বেঞ্চ তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল। এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও অনুব্রত মণ্ডলের 'রক্ষাকবচ' আর্জি খারিজ করে দিয়েছে।
এরাজ্যে গরু ও কয়লা পাচারকে কেন্দ্র করে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। দুই পাচারকাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। গরু ও কয়লা পাচারে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিও যুক্ত বলে অভিযোগ। পাচারকারীদের হাত ঘুরে গরু ও কয়লা পাচারের কোটি-কোটি টাকা প্রভাবশালীদের হাতেও গিয়েছে বলে দাবি সিবিআই গোয়েন্দাদের। তবে তদন্ত এখনও চলছে। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ চালাতে গিয়েই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে।
তারপরেই শাসকদলের এই দাপুটে নেতাকে ডেকে পাঠায় সিবিআই। বারবার তলবেও সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। শেষবার গত ৪ মার্চ তৃতীয়বারের জন্য তাঁকে তলব করে সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়। তবে সিবিআইয়ের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা।
আরও পড়ুন- গোর্খাল্যান্ড চাই না, মমতার সঙ্গে বৈঠকের পর পৃথক রাজ্যের দাবি ছাড়ল মোর্চা
বোলপুরে বা তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় যাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় সেব্যাপারে কলকাতা হাইকোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডল। এমনকী ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তৈরি রয়েছেন বলে জানান। সিবিআই নোটিশে 'রক্ষাকবচ' চেয়ে আবেদন করেন তৃণমূল নেতা। যদিও পাল্টা সিবিআইয়ের আইনজীবীও অনুব্রতর সেই আবেদনের বিরোধিতা করেন। সিবিআইয়ের যুক্তি, অনুব্রত মণ্ডল তাঁর জেলার বাইরে এমনকী কলকাতাতেও নানা কাজে যাতায়াত করেন। সেক্ষেত্রে সিবিআই দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাঁর আপত্তি কোথায়?
দু'পক্ষের সওয়াল-জবাব শেষে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অনুব্রত মণ্ডলের 'রক্ষাকবচ' আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের একবার সিবিআই নোটিশে 'রক্ষাকবচ' চেয়ে আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের সেই আবেদনও খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বাভাবিকভাবেই এবার অস্বস্তি আরও বাড়ল বীরভূম জেলা তৃণমূল সভাপতির।