Advertisment

‘মুখ্যমন্ত্রী মমতাই, বিধানসভায় আড়াইশোরও বেশি আসন পাবে তৃণমূল’

21st July Martyrs Day Rally Top Highlights: ‘‘একুশের ভোটে আড়াইশোর বেশি আসন পেয়ে ওদের বরবাদ করে তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।ছবি: শশী ঘোষ।

২৬ বছর আগে এই ২১ জুলাইয়েই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভোটার কার্ডের দাবি তুলে কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ বছর বাদে সেই ২১ জুলাইয়েও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার ব্যালট পেপার ফেরানোর স্লোগান তুললেন আজকের তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের নেপথ্যে ‘ইভিএম কারচুপি’কেই দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো। আর সেকারণেই এবার পঞ্চায়েত, পুরসভার ভোট ব্যালট পেপারে করার আহ্বান জানালেন তৃণমূলনেত্রী। রবিবাসরীয় একুশের মঞ্চে আগামী দিনের দলের রূপরেখা যেমন বাতলে দিলেন মমতা, তেমনই ‘প্রধান শত্রু’ বিজেপির তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। শুধু মমতাই নয়, দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বললেন, ‘‘একুশে আড়াইশোরও বেশি আসন পাবে তৃণমূল’’।

Advertisment

tmc martyrs day rally, tmc rally in kolkata, তৃণমূলের শহিদ দিবস, মমতা ধর্মতলা মুখী এক তৃণমূল সমর্থক। ছবি: শশী ঘোষ।

Kolkata Martyrs Day Rally Highlights: তৃণমূলের শহিদ দিবসে কী কী ঘটল? একনজরে জেনে নিন...

* তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাত ধরে এদিন একুশে জুলাইয়ের সভার সূচনা হয়। সুব্রত বক্সী বলেন, ‘‘কোথাও টাকার বিনিময়ে ভোট কব্জা করা হয়েছে, কোথাও মেশিনে কারচুপি করা হয়েছে, তাই মেশিন নয় ব্যালট চাই, এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতেই আজকের দিনকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’’।

* ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছে’’, বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

* ‘‘একুশের সভার জন্য বিজেপির চক্রান্তে উত্তর ২৪ পরগনায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে’’, এমন অভিযোগই করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য, শনিবারই কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘গন্ডগোল দিলীপ ঘোষ করবেই। শুধু ট্রেন কেন বাসও আটকে দেব। এবার সরকারটাও বন্ধ করে দেব। যত ইচ্ছে এফআইআর করুন’’।

আরও পড়ুন: TMC Martyrs Day Rally Live Updates: কাটমানির পাল্টা কালো টাকা ফেরানোর ডাক দিলেন মমতা

* একুশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, ‘‘বিজেপির শাসনে দেশে অচ্ছে দিন আসেনি। দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হয়ে গেছে’’।

* একুশের বিধানসভা নির্বাচনে আড়াইশোরও বেশি আসন পাবে তৃণমূল। একুশের মঞ্চে দাঁড়িয়ে এমন দাবিই করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার ভাইপো বলেন, ‘‘একুশের ভোটে আড়াইশোর বেশি আসন পেয়ে ওদের বরবাদ করে তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানছেন কাটমানি নিয়ে তৃণমূল বিদ্ধ, কাল দিলীপ ঘোষও বলেছেন, সাত বার জন্ম নিলেও তৃণমূলের মতো একটা কর্মী আপনি আনতে পারবেন না আপনার দলে। সিপিএমের হার্মাদ আর বিজেপির জল্লাদদের বরবাদ করবই। আমাদের নেত্রী বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, তোমাদের নেতারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করতে শেখায়, তোমাদের রাজনীতি জাত নিয়ে’’।

tmc martyrs day rally, tmc rally in kolkata, তৃণমূলের শহিদ দিবস, মমতা ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছে’’, বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ছবি: জয়প্রকাশ দাস।

* ‘‘একুশের সভার জন্য বিজেপির চক্রান্তে উত্তর ২৪ পরগনায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে’’, এমন অভিযোগই করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য, শনিবারই কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘গন্ডগোল দিলীপ ঘোষ করবেই। শুধু ট্রেন কেন বাসও আটকে দেব। এবার সরকারটাও বন্ধ করে দেব। যত ইচ্ছে এফআইআর করুন’’।

* দুপুর সাড়ে ১২টা নাগাদ সভাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়’

* কাটমানির পাল্টা কালো টাকা ফেরত দাও। নোটবন্দির পর ফিরিয়ে দাওয়া কালো টাকা, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে কালো টাকা ফেরত দাও। চোরেদের সরকার, তারা আবার বলছে তৃণমূল কাটমানি ফেরত দাও। নির্বাচনে কত টাকা নিয়েছো? গ্রামে গ্রামে গিয়ে বলবেন, উজ্জ্বলার কাটমানি ফেরত দাও। আমি একটা মহৎ উদ্দেশ্যে কাটমানি ফেরতের কথা বলেছি, আর বিজেপির সর্দাররা বলছে টাকা ফেরৎ দাও। ৩৪ বছর ধরে কত টাকা ফিরিয়েছে সিপিএম? ২৬, ২৭ তারিখ কালো টাকা ফেরাতে ব্লকে ব্লকে কর্মসূচি করা হবে।

tmc martyrs day rally, tmc rally in kolkata, তৃণমূলের শহিদ দিবস, মমতা টুপিতে জায়গা করে নিয়েছে ঘাসফুল। শিয়ালদা স্টেশনের সামনে এমন অবতারেই দেখা মিলল তৃণমূল কর্মী-সমর্থকদের। ছবি: শশী ঘোষ।

* যা বলেছিল, সেই নম্বরই পেয়েছে লোকসভা ভোটে। কখনও ভেবেছেন একথা? আমরা কমিশনকে বলেছি পঞ্চায়েত ভোট, পুরভোট ব্যালটে হতে হবে। আমেরিকা, ইংল্যান্ডে কেন হয় না ইভিএমে ভোট? ইভিএম চাই না, ব্যালট ফেরানো হোক।

* কংগ্রেস ও সিপিএমকে বলব, যে ডালে বসে আছো, সেই ডাল না কেটে বিজেপির বিরুদ্ধে লড়াই করো। আমাদের সমর্থন কোরো না। চাই না তোমাদের সমর্থন।

* বিজেপিকে ভোট দিলে কী হয়? ভাটপাড়া হয়। দেখেছেন ২ মাস ধরে স্কুল-কলেজ, বাজার বন্ধ। তৃণমূল ৮ বছরে ছিল এরকম আগে কখনও হয়নি। কোনও শিল্পীকে বয়কট করা হয়নি। ৩৪ বছর ধরে যারা ছিল, তাদেরও গায়ে হাত দিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। ২০০৯ সালে আমরা ২৬টি আসন পেয়েছিলাম, তোমরা তো ১৮টি পেয়েছো, তবুও কারও গায়ে হাত দিইনি। বিজেপি আগে ৩৪ বছর লড়াই করো তারপর বাংলার ক্ষমতা নিয়ে ভাববে।

আরও পড়ুন: একুশের সমাবেশে হাজির টলি বিগ্রেড, কে কে গেলেন মমতার মঞ্চে?

* টেলি অভিনেত্রী অঞ্জনা বসুর নাম নিয়ে মমতা এদিন বলেন, ‘‘অঞ্জনা কতবার যোগ করেছেন? একটা লোককে নিয়ে তিনবার যোগদান করাচ্ছেন। তোর যদি লোক না থাকে ধার চেয়ে নে। আমি দিয়ে দেব। ওঁর (অঞ্জনা) প্রতি ঘৃণা নেই। ২ জনও যাচ্ছে না, বাড়ির সামনে প্যান্ডেল করে ২ হাজার লোক গিয়েছে বলে প্রচার করছে। ক’দিন গেল, আবার উল্টোরথ হয়ে গেল। একজন বিধায়ককে বললাম, তুমি নাকি চলে গেছো? কত দিয়েছিল? বলল, দিতে চেয়েছিল, ২ কোটি টাকা , একটা পেট্রোল পাম্প। দরাদরি চলছে নাকি। এগুলো যারা বলবে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে’’।

* শতাব্দী, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডেকেছে ইডি। ডেকেই বলছে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করো। না যোগাযোগ করলে তাপস পাল হতে হবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে। আমার কাছে প্রমাণ রয়েছে

* ৯ অগাস্ট বিজেপি বাংলা ছাড়ো আন্দোলন

* ২৯ জুলাই বড় কর্মসূচি ঘোষণা করব। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে সেই কর্মসূচি পালন করা হবে।

tmc Mamata Banerjee
Advertisment