'সব মোদীই চোর'; মানহানির মামলা করলেন ললিত

কোলারে ১৩ এপ্রিল নির্বাচনী প্রচারকালীন ভাষণে রাহুল বলেন, "সব চোরেদের নামেই মোদী রয়েছে, সে নরেন্দ্র মোদীই হোক, বা নীরব কিমবা ললিত মোদী। আমরা জানিনা  এরকম আরও কত মোদী প্রকাশ্যে আসবে"।

কোলারে ১৩ এপ্রিল নির্বাচনী প্রচারকালীন ভাষণে রাহুল বলেন, "সব চোরেদের নামেই মোদী রয়েছে, সে নরেন্দ্র মোদীই হোক, বা নীরব কিমবা ললিত মোদী। আমরা জানিনা  এরকম আরও কত মোদী প্রকাশ্যে আসবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাহুল গান্ধীর 'সব মোদীই চোর' মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি মহল। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী শুক্রবার টুইট করে উগরে দিলেন ক্ষোভ। বললেন, চাইলেই রাহুলকে ব্রিটেনের আদালতে নিয়ে যেতে পারেন তিনি।

Advertisment

দীর্ঘ পাঁচ দশক ধরে প্রকাশ্য দিবালোকে ভারতবাসীকে লুঠ করার জন্য গান্ধী পরিবারকে দায়ী করলেন ললিত মোদী।

Advertisment

আরও পড়ুন, সুপ্রিম কোর্টের ‘মুখে কথা বসানো’য় রাহুল গান্ধীকে নোটিস

কোলারে ১৩ এপ্রিল নির্বাচনী প্রচারকালীন ভাষণে রাহুল বলেন, "সব চোরেদের নামেই মোদী রয়েছে, সে নরেন্দ্র মোদীই হোক, বা নীরব কিমবা ললিত মোদী। আমরা জানিনা  এরকম আরও কত মোদী প্রকাশ্যে আসবে"।

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও পাটনার আদালতে মানহানির মামলা করেছেন রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে।

প্রসঙ্গত আইপিএল -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন। একের পর এক অভিযোগ আসতে থাকলে তাঁকে সাসপেন্ড করে বিসিসিআই। তার পর লন্ডনে চলে যান ললিত মোদী।

Read the full story in English

rahul gandhi