/indian-express-bangla/media/media_files/2025/01/03/TDohky4CrvAIhZS1u4Ee.jpg)
টানটান উত্তেজনার মধ্যে ভারত-বাংলাদেশ নিয়ে বড় খবর, বিদেশমন্ত্রকের বিরাট ঘোষণা Photograph: (ফাইল চিত্র)
India-Bangladesh Relation: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা অব্যাহত। দীর্ঘদিন দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতির পর এখন সামনে এসেছে বিরাট সুখবর।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, অসাবধানতাবশত বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া ৯৫ জন ভারতীয় জেলেকে ৫ জানুয়ারি ভারতের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ভারতও বাংলাদেশের ৯০ জন জেলেকে বাংলাদেশের ইউনূস সরকারের কাছে হস্তান্তর করবে।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশ প্রশাসন বেশ কয়েকজন ভারতীয় জেলেকে সেদেশের জলসীমায় প্রবেশের কারণে গ্রেফতার করেছে। ঠিক একই রকম বাংলাদেশি বেশ কয়েকজন জেলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গ্রেফতার করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত সরকার জেলেদের নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে তাদের মুক্তি নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছে।
২০২৬-এ হিন্দুরাই ওঁকে প্রাক্তন করবে', মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, বাংলাদেশ আগামী ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেবে ভারত।