সরগরম ত্রিপুরার রাজনীতি। দলীয় যুব কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে আগরতলায় পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর পূর্বের বাঙালি রাজ্যে পা রেখেই নিশানা করলেন বিজেপি সরকারকে। বললেন, "ত্রিপুরায় আইনের শাসন নয়, শাসনের আইন চলছে।" অর্থাৎ, গত সোমবারের পর আবারও বিপ্লব দেব শাসনে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি তাঁর হুঙ্কার, "শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো, এক ছটাক জমি বিজেপিকে ছাড়া হবে না।"
শনিবার আমবাসায় আক্রান্ত হন ত্রিপুরায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য সহ সুদীপ রাহা, জয়া দত্তরা। ওই দিন সন্ধ্যায় ফের তাঁদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ এই তিন নেতৃত্বের। নিরাপত্তার দাবিতে খোয়াই পুলিশ ফাঁড়ি অবরোধ করে তাঁরা। রবিবার ভোরে এই তিন নেতা সহ মোট ১১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। যার প্রতিবাদে সোচ্চার জোড়া-ফুল শিবির। বিজেপিবিরোধীদের কণ্ঠরোধ করছে বলে অভইযোঘ অভিষেক সহ তৃণমূল নেতৃত্বের। আক্রান্তদের পাশে দাঁড়েতে শনিবার রাতেই ত্রিপুরা যাওয়ার ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন- গ্রেফতার তৃণমূল নেতৃত্ব, ‘পারলে আটকান’, হুঙ্কার দিয়ে ত্রিপুরায় অভিষেক
এদিন আগরতলা পৌঁছেই গেরুয়া সরকারের বিরুদ্ধে চড়া সুর তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেব সরকারকে বিঁধে তিনি বলেছেন, "বিজেপি ত্রিপুরাকে নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। বিপ্লব দেব ভাবছেন ত্রিপুরায় আসতে গেলে ভিসা নিয়ে ঢুকতে হবে। বিরোধীদের রাস্তায় নামার অধিকার নেই। কর্মসূচি করার অধিকার নেই। ত্রিপুরায় ঢুকলে পুলিস দিয়ে গ্রেফতার করাচ্ছে। গণতন্ত্র বিপন্ন। মানুষ আক্রান্ত। চ্যালেঞ্জ করলে জেলে ঢোকানো হচ্ছে। আক্রান্তদের জেলে ঢোকানো হয়েছে।"
বাংলার গণতন্ত্র নিয়ে প্রস্ন তোলে বিজেপি। সেকথা উল্লেখ করে ত্রিপুরার গণতান্ত্রিক অবস্থা নিয়ে কার্যত চ্যালেঞ ছোঁড়েন অভিষেক। বলেন, "বিজেপি যতই ক্ষমতা প্রয়োগ করে আটকানোর চেষ্টা করক, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ত্রিপুরায় আইনের শাসন নয়, শাসনের আইন চলছে। আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। তৃণমূল বিজেপিকে এক ছটাক জমি ছাড়বে না।"
অন্যদিকে এদিন আরও সকালে ত্রিপুরায় পৌছে যান কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেনরা। ধৃত তৃণমূল নেতা, কর্মীদের জামিনের বিষয়ে তৎপর তাঁরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন