Advertisment

সবুজ ঝড়েও টলল না তাহেরপুর, পুরবোর্ড দখলে রাখল বামেরা

পুরভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড়। কার্যত ধূলিস্যাৎ বিরোধীরা। এই আবহেও নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
srijan bhattacharya dhrubajyoti saha minakshi mukherjee pratikur rahman mayukh biswas cpim bengal

ছাত্র-যুব নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে বঙ্গ সিপিএম।

এ যেন উলোটপুরাণ! পুরভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড়। কার্যত ধূলিস্যাৎ বিরোধীরা। এই আবহেও নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা। তাহেরপুরের মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। ৫টি ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা।

Advertisment

পুরভোটের পর থেকেই নদিয়ার ছোট্ট এই পুর এলাকা নিয়ে রাজ্য বাম নেতৃত্বের অন্দরে চর্চা ছিল জোরদার। নদিয়া জেলার বাম নেতাদের পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিটের সদর কার্যালয়েও তাহেরপুর পুরসভার ফল কি হতে পারে তা নিয়ে আলোচনার অন্ত ছিল না।

আরও পড়ুন- West Bengal Municipal Election Results Live: এখনও পর্যন্ত ৯০টি পুরসভায় জয়ী তৃণমূল, তাহেরপুর বামেদের

গতবার এই পুরসভাটি বামেদের দখলেই ছিল। এবারও ফেভারিট হয়েই ভোটের লড়াইয়ে নেমেছিলেন বাম প্রার্থীরা। এমনকী এবারের পুরবোটে রাজ্যজুড়ে অশান্তির আবহেও তাহেরপুর নিয়ে বামেদের তেমন বড় কোনও অভিযোগ ছিল না।

আরও পড়ুন- আত্মপ্রকাশেই বাজিমাত হামরো পার্টির, পৃথকভাবে দখল করল পুরসভা

এদিন ভোটের ফল বেরোতেও দেখা গেল তাহেরপুর আবারও ভরসা রাখল লাল ঝান্ডায়। বুধবার সকালে ভোট গণনার শুরু থেকেই অধিকাংশ ওয়ার্ডে এগিয়েছিলেন বাম প্রার্থীরা। শেষমেশ পুরসভার ৮টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। পুরসভার ৫টি ওয়ার্ড অবশ্য গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের দখলে। তবে পুরভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের একবার তাহেরপুর পুরসভা দখলে রাখতে পেরেছে বামেরাই।

Nadia left front Municipal Election West Bengal Municipal Election results
Advertisment