Advertisment

২০১৯-এর লোকসভা নিবার্চনে প্রার্থী হচ্ছেন না মাধুরী

শোনা গিয়েছিল যে মাধুরী দীক্ষিত নেনে ২০১৯ এর লোকসভা নির্বাচনে পুণে কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়বেন, কিন্তু মাধুরীর তরফ থেকে সমস্ত বিষয়টা নস্যাৎ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিথ্যা জল্পনা, বললেন মাধুরী

জানা গিয়েছিল এবার বিজেপির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে পুণে কেন্দ্র থেকে লড়তে পারেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এই সমস্ত খবর সত্য নয় বলে এদিন দাবি করা হল মাধুরীর তরফে। বিবৃতিতে বলা হয়েছিল, ''দল লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীতালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে এবং মাধুরীর নাম পুণে কেন্দ্র থেকেই শর্টলিস্ট করা হয়েছে''। কিন্তু মাধুরীর তরফ থেকে সমস্ত বিষয়টা নস্যাৎ করা হয়। আইএএনএসকে মাধুরীর তরফ থেকে বলা হয়, ''এই খবরটা মিথ্যা ও কল্পনাভিত্তিক''।

Advertisment

এমনকি রাজ্যের এক শীর্ষ বিজেপি নেতা পিটিআইকে বৃহস্পতিবার জানিয়েছিলে, তার নাম পুণে লোকসভা কেন্দ্রের জন্য বাছা হয়েছে। তিনি আরও বলেন, ”২০১৯ এর লোকসভা নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে দল। বিজেপি নেতৃত্ব মনে করছে পুণের আসনই অভিনেত্রীর জন্য উপযুক্ত হবে”। এদিন সবটাই মিথ্যা বলে জানালো টিম মাধুরী।

আরও পড়ুন, ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোনীত হবেন মাধুরী দীক্ষিত?

১৯৮৪ সালে, অবোধ ছবি দিয়ে বলিউডে পা রাখেন মাধুরী। এরপরে তেজাব, রাম-লক্ষণ, দিল, বেটা, হাম আপকে হ্যায় কৌনের মতো ছবি তাঁকে ভারতীয় দর্শকের মনে জায়গা করতে সাহায্য করেছেন। অনজাম, মৃত্যুদন্ড, পুকার, দিল তো পাগল হ্যায়, দেবদাসের মতো ছবিতে মাধুরীকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। গুলাব গ্যাং ছবিতেও অভিনয় করেছেন তিনি।

বিয়ের পর অভিনয় থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরে ২০০৭ সালে আজা নাচলে ছবি দিয়ে বলিউডে কামব্যাক করেন ধক ধক গার্ল। এই মূহুর্তে মাধুরী দীক্ষিত ব্যস্ত কলঙ্ক ও টোটাল ধামাল ছবির কাজে।

Read the full story in English 

MadhuriDixit
Advertisment