Advertisment

আজ মধ্যপ্রদেশে আস্থা ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের

অবিলম্বে মধ্য়প্রদেশ বিধানসভায় আস্থা ভোটের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
madhya pradesh, মধ্য়প্রদেশ, মধ্য়প্রদেশে আস্থা ভোট, মধ্য়প্রদেশ, বিজেপি, কংগ্রেস, madhya pradesh news, madhya pradesh government crisis, মধ্য়প্রদেশে সংকট, মধ্য়প্রদেশে আস্থা ভোট, mp crisis, mp government crisis, madhya pradesh latest news, madhya pradesh floor test, madhya pradesh floor test result, সুপ্রিম কোর্ট, madhya pradesh floor test 2020, madhya pradesh floor test live news, মধ্য়প্রদেশে আস্থাভোট, madhya pradesh government news, madhya pradesh govt news, madhya pradesh latest news

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মধ্যপ্রদেশে মহানাটক পর্বে নয়া মোড়। আজ, শুক্রবার মধ্যপ্রদেশে আস্থা ভোট করতে বিধানসভার অধ্যক্ষকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য় ২ সপ্তাহ সময় চেয়েছিলেন অধ্য়ক্ষ এন পি প্রজাপতি। বিদ্রোহী বিধায়কদের ফেরা পর্যন্ত তিনি অপেক্ষা করার কথা বলেছিলেন। অবিলম্বে মধ্য়প্রদেশ বিধানসভায় আস্থা ভোটের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

Advertisment

২২ বিধায়ক কংগ্রেস থেকে পদত্যাগ করায় আপাতত প্রশ্নের মুখে কমলনাথ সরকারের সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি দাবি জানিয়েছে আস্থা ভোটের। তবে,করোনাভাইরাস আতঙ্কে ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার এনপি প্রজাপতি। ফলে আস্থাভোটও আপাতত মুলতুবি হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান-সহ বিজেপির ৯ জন বিধায়ক। অবিলম্বে আস্থাভোট করানোর দাবি জানিয়েছেন তাঁরা। সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার কমলনাথ সরকার ও কংগ্রেস পরিষদীয় দলকে নোটিস ধরায় শীর্ষ আদালত। আস্থাভোট নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়।

আরও পড়ুন: ‘অর্থনৈতিক সুনামি আসছে’, করোনা আবহে সতর্কবার্তা রাহুলের

এদিকে দলের বিদ্রোহী বিধায়কদের সঙ্গে দেখা করতে গিয়ে বুধবার বেঙ্গালুরুতে গ্রেফতার হন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। দলের বিদ্রোহী বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগে দিগ্বিজয় সিংকে দমনমূলক হেফাজতে নেয় বেঙ্গালুরু পুলিশ। পাল্টা অনশনের হুমকি দেন কংগ্রেস নেতা। মঙ্গলবারই বিদ্রোহী কংগ্রেস বিধায়করা জানিয়ে দেন যে, বিজেপির তরফে তাঁদের জোর বা অপহরণ করে কোনও কিছু করতে বাধ্য করা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp CONGRESS
Advertisment