মধ্যপ্রদেশে পদ্মফুল ফুটতে তিনি দেবেনই না। তাই টলমল হলেও তাঁর ১৫ মাসের সরকারের গদি বাঁচাতে মরিয়া কমল নাথ। বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেসই জিতবে, এমন আত্মবিশ্বাসের সুরই ধরা পড়ল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। একইসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে কমল নাথ জানিয়েছেন, যে ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। অন্যদিকে, বিজেপি যে ভোপাল সরকার ফেলতে চাইছে, এ বার্তা আগেই সিন্ধিয়াকে দিয়েছিলেন বলে দাবি করেছেন কমল নাথ।
Advertisment
ঠিক কী জানিয়েছেন কমল নাথ?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগামী ১৫ মার্চ বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেসের জেতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দেখবেন, আমরাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হব’’।
এরপরই কমল নাথ বলেন, ‘‘২২জন কংগ্রেস বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে...যদি তাঁরা নিজের ইচ্ছেয় ইস্তফা দিতেন, তাহলে তাঁরা ভোপালে নেই কেন? কেন তাঁদেরকে ভোপাল এসে ইস্তফা দিতে দেওয়া হচ্ছে না? ওঁদেরকে আটকে না রাখলে ওঁরা এখানেই থাকতেন’’।
অন্যদিকে, বুধবারই জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়ার সঙ্গে তিনি ১০ দিন আগে দেখা করে বিজেপির কৌশল নিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছেন কমল নাথ। এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘১০ দিন আগে দিল্লিতে জ্যোতিরাদিত্যের সঙ্গে দেখা হয়েছিল। ভোপালে সরকার ফেলতে শাসকদল যে কৌশল নিচ্ছে, সে নিয়ে আমাদের মধ্যে কথা হয়’’।