তাঁর বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রের আইকন ছত্রপতি শিবাজিকে অপমান করার। এতদিন হাজারো সমালোচনার পরও মুখ খোলেননি। কিন্তু, এবার খুললেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি জানিয়েছেন যে ছত্রপতি শিবাজিকে অপমান করার কথা, স্বপ্নেও কল্পনা করতে পারেন না। শাহকে কোশিয়ারি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেই সময় তাঁর বক্তব্যের একটা অংশকে তুলে ধরা হয়েছে। আর, সেই বক্তব্যের ভিত্তিতেই বাধানো হয়েছে বিতর্ক। এমনটাই অভিযোগ কোশিয়ারির।
মহারাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দলগুলো এতদিন অভিযোগ করছিল যে শিবাজিকে 'পুরোনো জমানার আইকন' বলেছেন কোশিয়ারি। আর, এই বক্তব্যের জন্য বারবার কোশিয়ারিকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে অপসারণেরও দাবিও তাঁরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ৬ ডিসেম্বর শাহকে নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন কোশিয়ারি। চিঠিতে তিনি লিখেছেন, 'আমি জীবনেও মহারানা প্রতাপ, শ্রীগুরু গোবিন্দ সিং ও শিবাজি মহারাজের মত আইকনকে অপমান করার কথা ভাবতে পারি না। আপনি জানেন যে আমি যদি কোনও ভুল করি, তার জন্য ক্ষমা চাইতে দ্বিধা করি না।'
কোশিয়ারির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই বিতর্ক তৈরির জন্য দায়ী। মহারাষ্ট্রের প্রতি তাঁর ভালোবাসা বোঝাতে গিয়ে কোশিয়ারি চিঠিতে আরও লিখেছেন, 'করোনা অতিমারীর সময়ে সব নামী ব্যক্তিত্বরাই বাড়িতে থাকছিলেন। আমি এই বয়সেও মহারাষ্ট্রের বহু উঁচু দুর্গে হেঁটে উঠেছি। আমি দুর্গের মাথায় পৌঁছনোর জন্য হেলিকপ্টার কেন, কোনও গাড়িই ব্যবহার পর্যন্ত করিনি।' তারপরও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর বক্তব্যের একটা অংশ তুলে বিতর্ক তৈরির চেষ্টা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এমনটাই অভিযোগ করে কোশিয়ারি চিঠিতে লিখেছেন, 'বিশ্ববিদ্যালয়ে আমার দেওয়া ভাষণের একটা অংশকে আলাদাভাবে তুলে ধরে সমালোচনা করা হচ্ছে। অতীতের আইকনদের প্রসঙ্গ তুলে ধরার মাধ্যমে আমি বর্তমান প্রজন্মের কাছে কারা আদর্শ হতে পারে, তা বোঝানোর চেষ্টা করছিলাম।'
আরও পড়ুন- জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ, সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
কোশিয়ারিকে নিয়ে এই বিতর্কের সূত্রপাত নভেম্বরে। ঔরঙ্গাবাদ শহরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ডিলিট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন কোশিয়ারি। সেই বক্তব্যে কোশিয়ারি বলেন, 'আগে যখন কেউ আপনাদের জিজ্ঞাসা করত, কে আপনাদের আইকন? তখন আপনারা বলতেন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর নাম। মহারাষ্ট্রে আপনাদের এত আইকন আছে, যে অন্য কোনওদিকে তাকাতেই হবে না। পুরোনো আইকনদের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজ রয়েছেন। বর্তমান সময়ে আম্বেদকর ও নীতিন গড়করি আছেন।'
Read full story in English