/indian-express-bangla/media/media_files/2025/02/28/RcqNU3NXIgFeTSWd2DBZ.jpg)
মুখ্যমন্ত্রীর কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি! Photograph: (ফাইল চিত্র)
Maharashtra CM Office Threat: রাজ্য জুড়ে বিরাট শোরগোল। পাকিস্তানি নম্বর থেকে এবার সরাসরি হুমকি বার্তা খোদ মুখ্যমন্ত্রীকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পাকিস্তানি নম্বর থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলার হুমকি ! এদিকে এই থ্রেট কল পেয়েই নড়ে চড়ে বসেছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হোয়াটসঅ্যাপে হামলার হুমকি পাওয়ার পর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। জারি করা হয়েছে রেড অ্যাকার্ট। সাইবার সেল সন্দেহজনক নম্বরটির লোকেশন ট্র্যাকিংয়ের কাজ চালাচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পাকিস্তানি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তা সংস্থাগুলি অ্যাকশনে নেমেছে। মুম্বই ট্রাফিক পুলিশের নম্বরে একটি অজানা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসে এই থ্রেট মেসেজ। পুলিশ সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে বুধবার বিকেলে, মুম্বই ট্রাফিক পুলিশ একটি অজানা নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পায়, যেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের অফিসে হামলার হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের একটি নম্বর থেকে মেসেজটি পাঠানো হয়েছিল, এর ফলে তৈরি হয়েছে দেশ জুড়ে চরম আতঙ্ক। পুলিশ জানিয়েছে মেসেজ পাঠানো ব্যক্তি নিজেকে মালিক শাহবাজ হুমায়ুন রাজা দেব বলে পরিচয় দিয়েছেন।
গুটি গুটি পায়ে 'মুন ওয়াক'! সামনে আসবে অজানা ইতিহাস, চন্দ্র অভিযান বাড়াচ্ছে উত্তেজনার পারদ
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, মুম্বইয়ের ওরলি পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশ এই নম্বরটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে এবং সাইবার সেলের সাহায্যে তারা কোথা থেকে এই বার্তাটি পাঠানো হয়েছিল তা খুঁজে বের করার চেষ্টা করছে।
এছাড়াও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকেও এই হুমকি সম্পর্কে অবহিত করা হয়েছে। পুলিশ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিসের নিরাপত্তা বাড়ানোর কথাও বিবেচনা করছে।
এই হুমকির পরিপ্রেক্ষিতে,মুম্বইতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।