Advertisment

Maharashtra Assembly: সটান চারতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের, হুলস্থূল কাণ্ডে তোলপাড় রাজ্য

Maharashtra Assembly: চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার। তাঁর সঙ্গে ঝাঁপ দেন কয়েকজন বিধায়কও। তবে ভাগ্যক্রমে নিচে জাল থাকায়, তারা আটকে যান। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
maharastra assembly

চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার।

Maharashtra Assembly: চরম নাটক মহারাষ্ট্র সচিবালয়ে। মহারাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের বিধায়করা মন্ত্রিসভায় আন্দোলন করছেন। ধানগর সম্প্রদায়কে এসটি কোটায় সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে চলছে প্রতিবাদ।  সময় অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল মন্ত্রকের তৃতীয় তলা থেকে লাফ দেন। তাঁর পাশাপাশি আরও কয়েকজন আদিবাসী বিধায়কও ঝাঁপিয়ে পড়েন। তবে সেফটি নেট থাকায় প্রাণরক্ষা হয় সকলেরই।   

Advertisment

মহারাষ্ট্রের আদিবাসী বিধায়করা গত চারদিন ধরে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে সামিল। আজ (শুক্রবার, ৪ অক্টোবর) সমস্ত বিধায়কের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তারা আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেনি। এমন পরিস্থিতিতে নিজেদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মন্ত্রালয়ের তৃতীয় তলা থেকে ঝাঁপিয়ে পড়লেন ক্ষুব্ধ বিধায়ক। জানা গিয়েছে বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল দুদিন আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছেছিলেন, কিন্তু সেখানেও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। এরপর আজ আবারও মন্ত্রণালয়ে পৌঁছান তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে নরহরি ঝিরওয়ালের সঙ্গে আরও কয়েকজন আদিবাসী বিধায়কও ঝাঁপ দেন। তবে সেফটি নেট থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।  সব নেতারাই নেটের উপর দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন। ঝিরওয়ালের এই পদক্ষেপে শিন্দে সরকারকে নিশানা করেছেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। 

দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! আজ থেকেই 'পুজো-উপহারের' টাকা দেবে রাজ্য

তফসিলি উপজাতি সংরক্ষণ নিয়ে উত্তেজনা
প্রচণ্ড বিক্ষোভের পর পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তফসিলি উপজাতি সংরক্ষণ এবং ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতায় পরিস্থিতি সকাল থেকেই উত্তেজনা ছিল। জানা যায় নরহরি দুদিন আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে সেই বৈঠক হয়নি। শুক্রবার, আদিবাসি সম্প্রদায়ের বিধায়করা তফসিলি উপজাতি কোটায় ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতার দাবিতে মন্ত্রালয়ে বিক্ষোভ করছিলেন। এদিকে প্রতিবাদের সময় তৃতীয় তলা থেকে ঝাঁপ দেন ঝিরওয়াল। এর পরে, আরও কয়েকজন বিধায়কও স্লোগান দিয়ে নিরাপত্তা বেষ্টনীতে নেমে পড়েন। হট্টগোল বাড়তে দেখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী বিধায়কদের নিরাপত্তা বেষ্টনী থেকে সরিয়ে দেয়। 

Eknath Shinde Maharashtra
Advertisment