Advertisment

WB Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! আজ থেকেই 'পুজো-উপহারের' টাকা দেবে রাজ্য

West Bengal Govt: দুর্গাপুজোর আগেই বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের নাম 'তরুণের স্বপ্ন'।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt give rs 10 thousands for tablet to 11-12 class students ahead durga puja, মমতা ব্যানার্জি, ট্যাব, দুর্গাপুজো ২০২৪

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

WB Govt: দেবীপক্ষের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। দুর্গাপুজোর মধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। ট্যাব কেনার জন্য ছাত্র-ছাত্রীরা রাজ্যের তরফে পাবেন এই অর্থ সাহায্য। আজ শুক্রবার থেকেই এই টাকা পাঠানো শুরু করবে রাজ্য।

Advertisment

দুর্গাপুজোর (Durga Puja) আগেই বিরাট সুখবর। রাজ্যের ১৬ লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ১০ হাজার টাকা করে দিয়ে দেবে রাজ্য সরকার। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ট্যাব কিনতে রাজ্যের তরফে এই টাকা পাবেন বলে জানা গিয়েছে। এই খাতে রাজ্যের মোট বরাদ্দ ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা।

'তরুণের স্বপ্ন' নামে এই প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে পাবেন। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলির একাদশ-দ্বাদশ পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে। 

আরও পড়ুন- Durga Puja 2024: অভাবনীয় দক্ষতায় অভূতপূর্ব সৃষ্টি! মা দুর্গার মূর্তি গড়ে গিনেসবুকে নাম তুলতে চান জয়মাল্য

আরও পড়ুন- Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, জখম BJP নেতার নিশানায় কে?

আরও পড়ুন- Classical Language: বাংলাকে 'ধ্রপদী ভাষা'র সম্মান, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

দুর্গাপুজো শুরুর আগেই রাজ্য সরকারের তরফে দেওয়া ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্যই রাজ্য সরকার এই ট্যাব কেনার টাকা দিয়ে থাকে। মাদ্রাসার পড়ুয়ারাও রাজ্যের দেওয়া এই ট্যাব কেনার টাকা পাবেন।  

Tab WB govt CM Mamata banerjee Durga Puja 2024
Advertisment