Advertisment

Devendra Fadnavis: 'একদিন পাকিস্তানেও উড়বে ভারতের তিরঙ্গা!', অখণ্ড ভারত হতে আর বেশিদিন বাকি নেই?

Maharashtra Vidhan Sabha Election 2024: দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন, 'আমাদের তো একটাই স্বপ্ন যে একদিন আমরা অখণ্ড ভারত বানাব। একদিন পাকিস্তানেও উড়বে ভারতের তিরঙ্গা।'

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra Vidhan Sabha Election: অখণ্ড ভারত নিয়ে বড় মন্তব্য দেবেন্দ্র ফড়ণবিসের

Maharashtra Vidhan Sabha Election: অখণ্ড ভারত নিয়ে বড় মন্তব্য দেবেন্দ্র ফড়ণবিসের

Maharashtra Vidhan Sabha Election 2024: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আর কয়েকদিন বাকি। তার আগে রাজ্যে ভোট নিয়ে উত্তাপ চরমে। ভোটের মুখে মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের মন্তব্যে ভোট ময়দানে উত্তেজনা বেড়েছে। তিনি বলেছেন, 'একদিন আমরা অখণ্ড ভারত বানাব। আর ভারতের তিরঙ্গা পাকিস্তানেও উড়বে।' বলেছেন, 'সাত দশক পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতের সংবিধানের শপথ নিয়েছেন।'

Advertisment

সংবাদসংস্থা এএনআই-য়ের সাক্ষাৎকারে কাশ্মীর ইস্যুতে ফড়ণবিস বলেছেন, কেন কাশ্মীর প্রসঙ্গ মহারাষ্ট্র নির্বাচনে আসবে না। তিনি বলেছেন, 'এটা মারাঠা ভূমি। সংকুচিত বিচারের ভূমি নয়। যদি আমি দেশভক্ত হই, তাহলে কীভাবে আমার চিন্তাভাবনা এত সংকীর্ণ হবে যে কাশ্মীরের সঙ্গে কিছু হলে আমার যায় আসবে না। কাশ্মীর আমাদের অস্মিতার বিষয়। কাশ্মীরের সঙ্গে ভারতের পরিচয় জুড়ে আছে। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ৭ দশক পর্যন্ত কাশ্মীরে গৃহীত হয়নি। ওখানে আমাদের তিরঙ্গা লাগাতে দেওয়া হত না। তবে ধারা ৩৭০ সরে যাওয়ার পর লালচকে তিরঙ্গা উড়তে দেখে আমি আপ্লুত।'

ওমর আবদুল্লার শপথগ্রহণ নিয়ে

ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এখানেই থামেননি। তিনি এও বলেছেন, 'ওমর আবদুল্লাহ প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে সাত দশক পর কাশ্মীরে ভারতের সংবিধানের শপথ নিয়েছেন। এর থেকে খুশির বিষয় আর কী হতে পারে। আমাদের তো একটাই স্বপ্ন যে একদিন আমরা অখণ্ড ভারত বানাব। একদিন পাকিস্তানেও উড়বে ভারতের তিরঙ্গা।'

আরও পড়ুন হাতে সময় মাত্র ১০ দিন, বাবা সিদ্দিকীর মত পরিণতি...! মুখ্যমন্ত্রীকে হুমকি বার্তা, তোলপাড় প্রশাসনের অন্দরমহল

ঔরঙ্গজেব ইস্যুতে কী বললেন দেবেন্দ্র ফড়ণবিস?

ভোটের সময় ঔরঙ্গজেব ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হতেই ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন, 'আমরা এই প্রসঙ্গ তুলি না। ওয়াইসি নিজের ভাষণে বলেছেন যে, শম্ভাজি নগরের নাম কীভাবে রাখা হল। শম্ভাজির সঙ্গে এর কী সম্পর্ক? ওঁর সভাতেই বলা হয় যে এই ভূমি রাজাকারদের। তখন আমাকে ওঁকে মনে করিয়ে দিতে হয় যে এই ভূমি ছত্রপতি শিবাজি মহারাজের ভুমি, আমাদের পূর্বপুরুষের ভূমি। রাজাকাররা এই ভূমি কবজা করেছিল। তখন আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করেছিল। ছত্রপতি শিবাজি মহারাজের বলিদানের ইতিহাস সবাই জানে। আমরা সেটা লোকাব কেন?'

kashmir pakistan Maharashtra Omar Abdullah Devendra Fadnavis Maharashtra Government
Advertisment