CM Yogi Death Threat: 'বাবা সিদ্দিকীর মত পরিণতি...' ভয়ঙ্কর হুমকি যোগী আদিত্যনাথকে! তোলপাড় প্রশাসন। একই সঙ্গে হুমকি বার্তায় আগামী ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেও বলা হয়েছে। হুমকি বার্তা পাওয়ার পরই আসরে নেমেছে পুলিশ।
সরাসরি প্রাণনাশের হুমকি! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। মুম্বই ট্রাফিক পুলিশ এই হুমকি বার্তা পেয়েছে। রবিবার মুম্বই পুলিশের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের শীর্ষ এক আধিকারিক বলেছেন যে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে একটি অজানা নম্বর থেকে একটি মেসেজ আসে তাতেই বলা হয় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করলে তাকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা বাবা সিদ্দিকীর মতই পরিণতি ভোগ করতে হবে।
কোটি কোটি বকেয়া, বিদ্যুৎ বন্ধ করে বাংলাদেশকে 'চিমটি' আদানির, অন্ধকারে হাতড়াচ্ছে পড়শি দেশ
উল্লেখ্য মহারাষ্ট্রে সামনেই নির্বাচন। তার প্রচারে রাজ্যে আসতে পারেন যোগী আদিত্যনাথ। তাই হুমকি বার্তাকে ঘিরে আরও সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন। বাবা সিদ্দিকীর মত পরিণতি ভোগ করতে হবে যোগী আদিত্যনাথকেও! আগামী ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে তাকে মেরে ফেলার হুমকি বার্তাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।
প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীকে গত মাসে বান্দ্রায় গুলি করে হত্যা করা হয়। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায় নিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই হুমকি বার্তা পায় মুম্বই ট্রাফিক কন্ট্রোল হুমকির পর সতর্কতা হিসেবে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।
কী বলল কংগ্রেস?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকির বিষয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দুর্ভেদ্য বৃত্তে বাস করেন। তবে নিরাপত্তায় কোনো গাফিলতি নেই। আমরা চাই এই ধরণের হুমকি বার্তার যথাযথ তদন্ত । যারাই দোষী, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়াতে হবে।