Maharashtra govt formation: মহাজল্পনার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়ণবিস, ডেপুটি হতে রাজি শিণ্ডে

Maharashtra govt formation: "মহা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শিন্ডে এবং (এনসিপি নেতা) অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফড়ণবিস," বলেছেন বিজেপির একজন সিনিয়র নেতা।

Maharashtra govt formation: "মহা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শিন্ডে এবং (এনসিপি নেতা) অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফড়ণবিস," বলেছেন বিজেপির একজন সিনিয়র নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra govt formation: দেবেন্দ্র ফড়ণবিসের কথায় অবশেষে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি একনাথ শিণ্ডে

Maharashtra govt formation: দেবেন্দ্র ফড়ণবিসের কথায় অবশেষে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি একনাথ শিণ্ডে

Maharashtra govt formation: শীর্ষ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিস মঙ্গলবার সন্ধ্যায় জোটশরিক ও শিবসেনা প্রধান একনাথ শিণ্ডের কাছে তাঁর সরকারি বাসভবন 'বর্ষা'-এ গিয়ে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদে ময়দানে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী এবং দুই উপ-মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের জন্য যাবতীয় ধোঁয়াশা দূর করার ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফড়ণবিস

Advertisment

"মহা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শিন্ডে এবং (এনসিপি নেতা) অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফড়ণবিস," বলেছেন বিজেপির একজন সিনিয়র নেতা।

প্রায় ৩০ মিনিট ধরে ফড়ণবিস এবং শিণ্ডের মধ্যে বৈঠক চলে। শিবসেনার এক নেতা বলেছেন, “দুই নেতার মধ্যে শপথগ্রহণ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দফতর বন্টন এবং মন্ত্রিপরিষদ গঠন সূত্র সম্পর্কে বিস্তারিত আগামীকাল আরেকটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।” গত বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার পর এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক ছিল যখন তাঁরা অজিত পাওয়ার-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার জন্য দেখা করেছিলেন।

Advertisment

সূত্রের খবর, বুধবার নবনির্বাচিত বিজেপি বিধায়করা তাঁদের পরিষদীয় দলের নেতা বেছে নেওয়ার পরপরই, ফড়বিস, শিন্ডে এবং অজিত পাওয়ার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং সরকার গঠনের দাবি করবেন।

আরও পড়ুন 'শিন্ডে সাসপেন্স'! রাজ্যে তুমুল রাজনৈতিক জল্পনা, বড় কোন সিদ্ধান্ত?

মঙ্গলবার সন্ধ্যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, বিজেপি পরিষদীয় দলের বৈঠকের জন্য দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক, মুম্বাই পৌঁছেছেন। বুধবারও শিন্ডের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁদের।

শিবসেনার একটি সূত্র জানিয়েছে যে বিজেপি নেতৃত্ব শিণ্ডেকে উপ-মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করতে রাজি করার জন্য আলোচনায় নিযুক্ত হয়েছে।

ফড়ণবিস শিন্ডের কাছে পৌঁছানোর আগে, বিজেপি গত ২৪ ঘন্টার মধ্যে তাঁর দূত গিরিশ মহাজনকে দুইবার শিন্ডের সঙ্গে দেখা করার জন্য নিযুক্ত করেছিল — সোমবার রাতে থানে এবং তারপরে মঙ্গলবার আবার বর্ষায়। সরকার গঠন এবং মন্ত্রিপরিষদ গঠনের জন্য আলোচনা পুনরায় চালু করতে ফড়ণবিস বর্ষা সফরের পরে।

bjp shiv sena Maharashtra ncp Devendra Fadnavis Ajit Pawar Maharashtra Government Eknath Shinde