আগামিকাল মহেশতলা বিধানসভার উপনির্বাচন। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ায় এ কেন্দ্রে ভোট হচ্ছে। মহেশতলা ভোটে এবারের প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। এ আসনে সিপিএমের প্রার্থী প্রভাত চৌধুরীর বিরুদ্ধে নিজেদের প্রার্থী দাঁড় করায়নি কংগ্রেস। তৃণমূলের প্রার্থী হয়েছেন কস্তুরী দাসের স্বামী দুলাল দাস। বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ।
আরও পড়ুন, মহেশতলা উপনির্বাচন: দ্বিতীয় হওয়ার দৌড়ে পদ্মে কাঁটা বহিরাগত তকমা
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার। ভোটগ্রহণ পর্ব শুরু সকাল ৭ টায়। তবে বেলা ৩টে পর্যন্ত নয়, ভোট চলবে সন্ধে ৬টা পর্যন্ত। অত্যধিক গরম ও রমজান মাস, এই দুয়ের কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেশতলায় বুথ মোট ২৮৩টি। এর মধ্যে ৪৩টি বুথকে অতি উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিতে বিশেষ ব্যবস্থা হিসেবে ৩ থেকে ৪ জন করে আধাসামরিকবাহিনীর কর্মী ও ২ জন করে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করার ব্যবস্থা হয়েছে। অন্য বুথ গুলিতে ২ জন আধাসামরিক বাহিনীর কর্মী ও ১ জন রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করা হবে।
আরও পড়ুন, মহেশতলা বিধানসভা উপনির্বাচনে একজোট সিপিএম-কংগ্রেস: চতুর্মুখী লড়াইয়ে ভালো ফল করছে বিজেপি