Advertisment

বিভাজনের রাজনীতি সত্ত্বেও বিজেপি পরাজিত, খুব খুশি: মমতা

‘‘আশা করব, এবার সিএএ, এনআরসি, এনপিআর প্রত্যাহার করে দেশের অর্থনীতি মজবুত করবে বিজেপি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, mamata, অরবিন্দ কেজরিওয়াল, কেজরি, কেজরিওয়াল, মমতা, Arvind Kejriwal, kejri, মমতা কেজরি, বিজেপি, আপ, মমতার প্রতিক্রিয়া, mamata, aap, bjp, delhi election, delhi election 2020 result, দিল্লির ফলাফল, দিল্লি ভোট, delhi election live, delhi assembly election result 2020, delhi election result in bengali, delhi assembly election latest news, delhi assembly election candidate list, delhi assembly election live coverage, delhi 2020 election result live updates in bengali

বিজেপিকে বিঁধলেন মমতা।

‘দিল্লিতে আপ জিতছে, বিজেপি হারছে, আমি খুবই খুশি’, দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে এ ভাষাতেই মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ভোটের ফলকে সামনে রেখে বিজেপিকে বিঁধে এদিন মমতা বলেন, ‘‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে দেখেছেন আপানারা, এবার দিল্লি, যেখানেই ভোট হচ্ছে, সেখানেই বিজেপি হারছে। সংকীর্ণতা, বিভাজনের রাজনীতি মানুষ চায় না। মানুষ উন্নয়ন চায়’’।

Advertisment

উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে আবারও বড় ব্যবধানে জিতে ক্ষমতায় আসতে চলেছে কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

আরও পড়ুন: মমতা সরকারের বাজেট: একনজরে বড় ঘোষণা

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

দিল্লি ভোটের ফল প্রসঙ্গে এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘‘এটা গণতন্ত্রের জয়, দিল্লিবাসীর জয়, কেজরিওয়ালের জয়। আমি খুব খুশি যে আপ জিতছে, বিজেপি হারছে। যেখানেই ভোট হচ্ছে সেখানেই বিজেপি হারছে। বিজেপির সংকীর্ণ, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি মানুষ চায় না। মানুষ উন্নয়ন চায়। আমি খুব খুশি যে এত ধর্মান্ধতা, সংকীর্ণতার রাজনীতি করেও জয় হয়েছে দিল্লিবাসীর। আস্ত একটা কেন্দ্রীয় সরকার তার সর্বস্ব এজেন্সি দিয়ে গায়ের জোরে একটা কিছু করব বলে দখল করার চেষ্টা করেছিল, করতে পারেনি। দিল্লিবাসীকে অভিনন্দন’’।

আরও পড়ুন: ‘সবাই জানত আম আদমি পার্টিই ক্ষমতায় ফিরবে’

এ প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘‘আশা করব, এবার সিএএ, এনআরসি, এনপিআর প্রত্যাহার করে দেশের অর্থনীতি মজবুত করবে বিজেপি’’।

মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে কি যাবেন মমতা? এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ‘‘এখনও জানি না। দেখা যাক কী হয়। আমি খুবই খুশি। ওঁকে অভিনন্দন জানিয়েছি। ওঁর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক’’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Arvind Kejriwal
Advertisment