Advertisment

পুলওয়ামা হামলার কথা মোদী আগেই জানতেন: মমতা

"কোথায় ছিলেন মোদীবাবু? আপনি তো জানতেন আগে, যে এমন ঘটনা ঘটবে। আপনার কাছে তো তথ্য ছিল। কেন এয়ারলিফট করালেন না? কেন নাকা তল্লাশি চালানো হল না? কেন মৃত্যুর মুখে ফেলে দিলেন জওয়ানদের?"

author-image
IE Bangla Web Desk
New Update
modi, mamata, মোদী, মমতা

মোদী ও মমতা। ফাইল ছবি।

পুলওয়ামা হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। "ভোটের রাজনীতি করবেন বলেই কি পুলওয়ামায় হামলা?" সোমবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে নমোকে এই প্রশ্নই করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। দলীয় মঞ্চ থেকে এদিন মমতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, "পুলওয়ামায় কেন এমন ঘটনা ঘটল? কোথায় ছিলেন মোদীবাবু? আপনি তো জানতেন আগে, যে এমন ঘটনা ঘটবে। আপনার কাছে তো তথ্য ছিল। কেন এয়ারলিফট করালেন না? কেন নাকা তল্লাশি চালানো হল না? কেন মৃত্যুর মুখে ফেলে দিলেন জওয়ানদের? ভোটের রাজনীতি করবেন বলে? জওয়ানদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি হয় না।"

Advertisment

আরও পড়ুন, "ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?"

শুধু পুলওয়ামার ঘটনাই নয়, এদিন সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে মমতার বক্তৃতায়। তিনি বলেন, "সার্জিক্যাল স্ট্রাইক - খালি যুদ্ধ-যুদ্ধ খেলা। দেশে যুদ্ধ লাগিয়ে, দাঙ্গা লাগিয়ে, বলছে শান্তি চাই। লজ্জা লাগে এসব শুনতে।" এই প্রথমবার নয়, পুলওয়ামার হামলা নিয়ে এর আগেও মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা। কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, "পাকিস্তান যদি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হল না? পাঠানকোট থেকে পুলওয়ামা, গত পাঁচ বছরে কী পদক্ষেপ করেছেন ওঁরা? ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?" এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে মমতা বলেন, "মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা ছিল, ভোটের আগে দেশে দাঙ্গা লাগানো হতে পারে।"

আরও পড়ুন, অ্যাকশন নিতে হবে: মমতা

অন্যদিকে, রাজ্যে একের পর এক গুজবের জেরে গণপিটুনির ঘটনা নিয়েও এদিন সরব হন মমতা। নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকজনকে বাইরে থেকে নিয়ে এসেছে। উগ্র বিদ্বেষী তাণ্ডবকারীদের দল এনে জেলায় জেলায় বসিয়েছে। ছেলেদের বোরখা পরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ঝামেলা পাকাতে টাকা বিলোচ্ছে।"

আরও পড়ুন, জগাই-মাধাইয়ের দোষ নয়, আমাদের দোষ: মমতা

এরপরই মমতার সাবধানবাণী, "সব্বাইকে বলছি, আইন হাতে তুলে নেবেন না। যদি দেখেন কেউ দাঙ্গা বাঁধাতে চাইছে, কেউ টাকা বিলোচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান। পুলিশ কিছু না করলে, আমার বাড়িতে চিঠি নিয়ে আসুন।" এ প্রসঙ্গে আরএসএস-ভিএইচপিকে এক বন্ধনীতে নিয়ে আক্রমণ করে মমতা বলেন, "এরা উগ্র দানবীয় এক বিদ্বেষী শক্তি। যাদের দেখলে আঁতকে উঠতে হয়। চারপাশে ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে।"

PM Narendra Modi Mamata Banerjee
Advertisment