Advertisment

‘বিজেপি টাকা দিয়ে বাংলায় হিংসা ছড়াচ্ছে’, বিস্ফোরক অভিযোগ মমতার

‘‘বাইরে থেকে কয়েকজন এ রাজ্যে এসেছেন। তাঁদের দেখে মনে হবে, তাঁরা সংখ্যালঘুদের বন্ধু। আদতে তাঁরাই হিংসায় প্ররোচনা দিচ্ছেন। ওঁরা বিজেপির লোক। ওঁদের ফাঁদে পা দেবেন না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলায়। রোজই ট্রেন অবরোধ, রাস্তা অবরোধ ঘিরে তেতে উঠছে বাংলার মাটি। এমন প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অশান্তির পিছনে বিজেপির হাত রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। ‘‘বাইরে থেকে টাকা দিয়ে লোক এনে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি’’, এমন মারাত্মক অভিযোগই করেছেন তৃণমূলনেত্রী, এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে।

Advertisment

আরও পড়ুন: ‘আমার সরকার ফেলতে হলে ফেলে দিন’, চরম বার্তা মমতার

mamata banerjee, মমতা, মমতার মহামিছিল, মমতার মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, মমতার মেগা মিছিল, মমতার মেগা র‌্যালি, mamata banerjee rally, mamata banerjee news, mamata banerjee rally today, mamata banerjee rally in kolkata, mamata banerjee latest news today, কলকাতায় মমতার মিছিল, কলকাতার রাজপথে মমতা, মিছিলে হাঁটলেন মমতা, সিএএ, নাগরিকত্ব সংশোধিত আইন, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি, mamata banerjee rally today live, citizenship amendment bill 2019 মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ।

এ প্রসঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাইরে থেকে কয়েকজন এ রাজ্যে এসেছেন। তাঁদের দেখে মনে হবে, তাঁরা সংখ্যালঘুদের বন্ধু। আদতে তাঁরাই হিংসায় প্ররোচনা দিচ্ছেন। ওঁরা বিজেপির লোক। ওঁদের ফাঁদে পা দেবেন না’’। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধিত আইন ও এনআরসির প্রতিবাদে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। এদিন রেড রোডে আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মহামিছিল করেন তিনি। এদিনও মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। হিংসাত্মক আন্দোলন করবেন না। রেল অবরোধ করবেন না। রাস্তা অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে’’।

আরও পড়ুন: ‘এনআরসি-ক্যাব করলে আমার মৃতদেহের উপর দিয়ে করুন’, রাজপথে চরম হুঙ্কার মমতার

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গত ক’দিন ধরেই জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন চলছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে তো কোথাও বাসে আগুন লাগানো হচ্ছে, আবার কোথাও স্টেশনে ভাঙচুর চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে এক মামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। এমন প্রেক্ষাপটে মমতার এহেন অভিযোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Read the full story in English

Mamata Banerjee
Advertisment