লন্ডনে বুধবার নীরব মোদীর গ্রেফতার এবং ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজত নিয়ে আজ যখন দেশের রাজনৈতিক মহল তোলপাড়, যখন একদিকে 'চোর ধরেছেন চৌকিদার' প্রচারে নরেন্দ্র মোদীর জয়গানে মুখর বিজেপি, এবং অন্যদিকে কংগ্রেস মোদিকে বিন্দুমাত্র কৃতিত্ব না দিয়ে 'কে পালাতে দিয়েছিল?' বলে সমালোচনায় সোচ্চার, সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলে নীরব মোদির গ্রেফতারিকে 'গট-আপ' ম্যাচ আখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুধবার সন্ধেয় নবান্ন থেকে বেরোনোর সময় নীরব মোদীর গ্রেফতারির বিষয়ে মমতার প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। মমতা উত্তরে কটাক্ষের সুরে বলেন, "একটা রবীন্দ্রসঙ্গীত মনে পড়ছে... 'তুমি রবে নীরবে, হৃদয়ে মম...'।" এরপরই চাঁচাছোলা ভাষায় বিজেপি-কে তীব্র আক্রমণ করেন, "এই গ্রেফতার সম্পূর্ণভাবে গট-আপ ম্যাচ। লন্ডনে একজন বিদেশি সাংবাদিক হঠাৎ করে নীরব মোদীর ব্যাপারে খবর পেলেন, আর তার কয়েকদিন পরেই গ্রেফতার করা হল। এর থেকেই বোঝা যাচ্ছে, 'পর্দে কে পিছে কৌন ছুপা হ্যায়'।"
আরও পড়ুন: প্রসঙ্গ নীরব মোদী ও একটি ভিডিও
এখানেই থামেননি তৃণমূল নেত্রী। রাখঢাকহীন আক্রমণ শানিয়েছেন বিজেপি-র বিরুদ্ধে, "একটা 'স্ট্রাইক' হয়েছে, আপনারা দেখেছেন। ভোট যত এগিয়ে আসবে, আরও 'স্ট্রাইক' হবে। নীরব মোদির গ্রেফতারিও একটা 'স্ট্রাইক'।" উল্লেখ্য, সাম্প্রতিক বালাকোটে ভারতীয় বায়ু সেনার বিমান হানা বা 'এয়ার স্ট্রাইক' নিয়ে সরকারের "রাজনৈতিক উদ্দেশ্য' নিয়েও সরব হয়েছিলেন মমতা।
সন্ধেয় নবান্ন ছাড়ার আগে মমতা আরও মন্তব্য করেছেন, "বিজেপি আসলে এমন একটা ওষুধ, যার এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে। এমন ওষুধ কেউ খায় না। কোনও বিশ্বাসযোগ্যতা নেই বিজেপি-র।”
নীরব মোদীর গ্রেফতারি এবং সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে যে বিরোধীরা বিজেপি-কে আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালে কোনোরকম কৃতিত্ব নিতে দেওয়া তো দূরস্থান, বরং কড়া সমালোচনায় বিঁধবে মোদী সরকারকে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট।