তিন দিনের গোয়া সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে গোয়ায় তৃণমূলের শক্তি বাড়ানোই একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি দিনভর দফায়-দফায় একাধিক বৈঠক সারবেন তৃণমূলনেত্রী। বেশ কয়েকটি মন্দিরেও যাবেন তিনি।
Advertisment
বৃহস্পতিবার সন্ধেয় গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পানাজি বিমানবন্দর থেকে বেরনোর পথে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানও। তবে তাঁকে ঘিরে এই প্রতিবাদের বৃহস্পতিবার কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সুপ্রিমো। আজ শুক্রবার ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। সকালে গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন রাজ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে। সাংগঠনিক শক্তি বাড়াতে আরও কী কী করণীয়, সে বিষয়েই আলোচনা হবে বৈঠকে।
এরপর তৃণমূল সুপ্রিমোর বৈঠক মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে। বেলা ১টায় সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূলনেত্রী। গোয়া নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৩টে নাগাদ পোন্ডার প্রিওলে মঙ্গুয়েশি মন্দিরে যাবেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে বেরিয়ে মার্দোলে শ্রী মহালসা নারায়মী মন্দিরেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ সেখানে কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পরের গন্তব্য তপভূমি মন্দির। সন্ধেয় গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ফিরে রাজ্যের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া পৌঁছনোর আগে থেকেই সেখানে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়। তাঁদের সঙ্গেই রয়েছেন মানস ভুঁইয়া, বাবুল সুপ্রিয়রা। দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে তাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে তৎপরতা নিচ্ছেন। এছাড়াও গোয়ায় তৃণমূলের হয়ে কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন