নন্দীগ্রামে সভা সেরে শুক্রবার শিবরাত্রির দিনে কালীঘাট থেকে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব সূচী ছিল এমনটাই। কিন্তু বুধবার রাতে আহত হওয়ার পর সেই পরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না।
নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হয়ে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম-এ ভর্তি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের দিন পরে জানানো হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। গত ১০ বছরে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে কী কী উন্নতি করছে তার খতিয়ান দলের ইস্তেহারে তুলে ধরার কথা। তার সঙ্গে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা বিনামূল্যে দেওয়ার ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও থাকতে পারে শিল্প ও বিনিয়োগের প্রসঙ্গও।
আরও পড়ুন, ‘নাটকের সবে শুরু, আরও ভয়ঙ্কর ঘটনা ঘটানো হতে পারে’, সতর্কবার্তা দিলীপের
কিন্তু তৃণমূল সুপ্রিমোর এহেন দুর্ঘটনার জেরে আপাতত সেই পরিকল্পনায় স্থগিত হয়েছে। কবে তা প্রকাশিত হবে, দলনেত্রীর সঙ্গে কথা বলেই স্থির করা হবে। তবে আগামী সপ্তাহে ইস্তাহার প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
আরও পড়ুন, মমতার পায়ে প্লাস্টার, সঙ্গে শ্বাসকষ্ট! ‘তৈরি থাকুক বিজেপি’ হুঁশিয়ারি অভিষেকের
বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশীতেও চোট লেগেছে। চিকিৎসকদের যে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে, তাঁরা মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন