করোনায় লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের জন্য উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের খাদ্য়, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার আর্জি জানিয়ে ১৮ রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী।
চিঠিতে ঠিক কী লিখেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়?
১৮ রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠিতে মমতা লিখেছেন, ''করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বিভিন্ন রাজ্য়ে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা।এই পরিস্থিতিতে তাঁরা রাজ্যে ফিরতে পারেননি। প্রায় ৫০-১০০ জন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের সহজেই চিহ্নিত করতে পারবে প্রশাসন। এই মুহূর্তে সাহায্য়ের জন্য় তাঁদের কাছে আমাদের পৌঁছোনো সম্ভব নয়।বাংলার শ্রমিকদের খাদ্য়, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্য়বস্থা করতে অনুরোধ করছি। আমাদের রাজ্য়ে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করছি আমরা। এই অবস্থায় শ্রমিকদের সাহায্য়ে জন্য় আমাদের মুখ্য়সচিব আপনাদের রাজ্য়ের মুখ্য়সচিবদের বিস্তারিত চিঠি দেবেন''।
উদ্ধব ঠাকরেকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
আরও পড়ুন: করোনায় গান বাঁধলেন মমতা
তামিলনাড়ু, ওড়িশা, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লি, ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার, গোয়া, গুজরাত, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীদের চিঠি দিয়েছেন মমতা।
এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া সাড়ে ছশো ছুঁল। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের মৃত্য়ু হয়েছে ১৩। করোনা মোকাবিলায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।