Advertisment

কষ্ট পেলেন মমতা, ওমর আবদুল্লাকে দেখে চিনতেই পারলেন না

‘‘খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যের, যে আমাদের গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে। কবে শেষ হবে এসব?’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আবদুল্লা, omar abdullah, ওমর আবদুল্লার ছবি, ওমর আবদুল্লাকে চিনতে পারলেন না মমতা, ওমর আবদুল্লা, omar abdullah photo, ওমর আবদুল্লার খবর, মমতার খবর, মমতা আবদুল্লা, omar abdullah detention, indian express, indian express bangla

ওমর আবদুল্লার এই ছবিই টুইট করেছেন মমতা।

ধূসর রঙের টুপিতে মাথা ঢাকা। চোখে-মুখে ভগ্ন স্বাস্থ্যের ছাপ। সাদা রঙের দাড়ি। ওমর আবদুল্লার এমন অবতার দেখে চিনতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৭০ ধারা রদের সময় থেকে গৃহবন্দি অবস্থায় রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি আবদুল্লার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে (যদিও এ ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা)। এই ছবিই এদিন টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওমর আবদুল্লার এই ছবি দেখে টুইটারে মমতা লিখেছেন, ‘‘খুব খারাপ লাগছে’’।

Advertisment

কী বলেছেন মমতা?

ওমর আবদুল্লার ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘এই ছবিতে ওমরকে চিনতেই পারছি না। খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যের, যে আমাদের গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে। কবে শেষ হবে এসব?’’ উল্লেখ্য, ৩৭০ ধারা রদের আগে আগেই ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের গৃহবন্দি করে রাখা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এর আগেও এ প্রসঙ্গে বিরোধিতা জানিয়েছিলেন মমতা।

আরও পড়ুন: ‘চা খাওয়ালে কফি খাওয়াব, রসগোল্লা খাওয়ালে রাজভোগ খাওয়াব, গুলি করলে আমরাও গুলি চালাব’

জম্মু-কাশ্মীর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, ‘‘আমরা এই বিলটি সমর্থন করি না। আমরা এই বিলের পক্ষে ভোট দেব না। কাশ্মীরি ও সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। যদি আপনি একটা চিরস্থায়ী আলোচনায় আসতে চান, তাহলে সকলের সঙ্গে আলোচনা করতে হবে’’। মমতা আরও বলেছিলেন, ‘‘ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের খোঁজখবর পাচ্ছি না। সরকারের কাছে আর্জি ওঁদের বিচ্ছিন্ন করবেন না। ওঁরা জঙ্গি নন। গণতন্ত্রের স্বার্থে ওঁদের মুক্তি দেওয়া উচিত’’।

Read the full story in English

Mamata Banerjee
Advertisment