Advertisment

‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে’, পেগাসাস হানার মধ্যেই বিস্ফোরক মমতা

এই প্রথমবার নয়, এর আগেও ফোনে আড়ি পাতা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মমতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee , মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করা হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ মমতাই। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন তোলপাড় গোটা দেশ ও দুনিয়া, ঠিক সেই প্রেক্ষাপটে মমতার এহেন অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও ফোনে আড়ি পাতা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মমতাকে। গত লোকসভা নির্বাচনের প্রচারেও একবার এ নিয়ে অভিযোগ করেছিলেন মমতা।

Advertisment

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে। জানি এটা। আমার কাছে এর প্রমাণ রয়েছে’’। এরপরই মমতার অভিযোগ, ‘‘সরকার সব জানে। সরকারই করছে’’।

আরও পড়ুন: পেগাসাস হানা: সেপ্টেম্বরে কেন্দ্রকে ১২১ জন আক্রান্তের কথা বলেছিল হোয়াটসঅ্যাপ

উল্লেখ্য, ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মীর উপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই তা স্বীকারও করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যা ঘিরে তোলপাড় গোটা দেশ। নজরদারির তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের অধিকার অন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকেই নিশানা করা হয়েছে। এই প্রেক্ষাপটে মমতার এহেন মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারেও ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এক নির্বাচনী সভায় মমতা বলেন, “ বাড়ির ভাই-বউদের সঙ্গে একটু কথা বলব যে, আজ এটা বাজার করিস, সেটা পর্যন্ত ট্যাপ করে। বাজার থেকে আলু-পটল কিনিস, এ কথাও ট্যাপ করে। সকলকে ট্যাপ করে ওরা। এজেন্সিকে দিয়ে ট্যাপ করায়’’।

Mamata Banerjee
Advertisment