Advertisment

'মহামূর্খের দল', পুজোর মিটিং নিয়ে বিজেপিকে তোপ মমতার

ভোট ঘোষণার পরও কেন অনুদান ঘোষণা রাজ্যের? বিজেপির অভিযোগের প্রেক্ষিতে বাংলার স্বরাষ্ট্র সচিবের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee scoffed to BJPs allegations about Durga Puja 2021 meeting

মমতার নিশানায় বিজেপি।

ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর ভোট। ঘোষণা হওয়ার পর গতকাল নেতাজী ইন্ডোরে বারোয়ারি পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন এবারও গতবারের মত রাজ্য সরকার অনুমোদনপ্রাপ্ত পুজো কমিটিটিগুলিতে ৫০ হাজার করে অর্থ সহায়তা করবে। আর এতেই মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিভিভঙ্গের অভিযোগ করেছে বিজেপি। বুধবার নিজের কেন্দ্র কর্মীসভায় এ নিয়ে গেরুয়া শিবিরকে কার্যত তুলোধনা করলেন মমতা। পদ্ম বাহিনীকে 'মহামূর্খের দল' বলে কটাক্ষ করেন তিনি।

Advertisment

তাঁর পুজোর বৈঠকে যাওয়া নিয়ে গেরুয়া শিবিরের অভিযোগের প্রেক্ষিতে বুধবার কর্মীসভায় মুখ খোলেন তৃণমূল নেত্রী। বলেন, 'কেন পুজোর মিটিংয়ে গিয়েছি, তাতেও অভিযোগ। মহামূর্খের দল। জানেন না ওটা আগে থেকেই স্থির করা ছিল। আরে কবে ভাসান না জানলে পুজো উদ্যোক্তারা সব পরিকল্পনা করবে কীভাবে? জানে যে ওরা বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। কিচ্ছু জানে না শুধু বলবে বাংলায় দুর্গা পুজো করতে দিচ্ছে না।'

আরও পড়ুন- ‘কেন গ্রেফতার করা যাবে না, ভগবানের জ্যেষ্ঠপুত্র না কি?’, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

জবাবে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'দিদির কাছ থেকে পুজো শিখবো না। কোনও পুজো কমিটি ওনার থেকে ভিক্ষা নিতে রাজি নয়, কিন্তু জোর করে দেওয়া হচ্ছে।'

ভোট ঘোষণার পরই কার্যকর করা হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু তারপরও মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক অনুষ্ঠান মুখ্যসচিব রাজ্যের তরফে পুজো কমিটিগুলির জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। যার প্রতিবাদে মুখর বিজেপি। বিধিভঙ্গের এভিযোগ তুলেছে পদ্ম শিবির। অভিযোগ জানিয়েছে কমিশনে। যার প্রেক্ষিতে এ দিন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ভবানীপুরে মমতার বিরুদ্ধে বামপ্রার্থী সিপিএম-র যুবনেতা শ্রীজীব বিশ্বাস

শুধু পুজোয় তাঁর যাওয়া নিয়ে বিজেপির অভিযোগই নয়, নারদ মামালা থেকে ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়েও কেন্দ্র ও বিজেপির বিপক্ষে কর্মীসভায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুলেছেন কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-য়ের ফের তলব নিয়েও। মমতার অভিযোগ, 'অভিষেকের বিরুদ্ধে কোনও কেস থাকলে প্রমাণ করুক। দিল্লিতে কেন বার বার ডাকবে! এরা কংগ্রেস, মুলায়ম যাদব, শরদ পওয়ারকেও এজেন্সি দিয়ে জব্দ করেছে। আমাদের লোকের বিরুদ্ধে সবরকম তদন্ত করা যাবে, আর ওঁদের লোকের বিরুদ্ধে আমাদের এজেন্সি তদন্ত করলেই, তাঁর বিরুদ্ধে এফআইআর করা যাবে না, গ্রেফতার করা যাবে না। কেন করা যাবে না, ভগবানের জ্যেষ্ঠপুত্র না কি?'

একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর নাম না করেই তাঁকে বিঁধে বলেন, 'নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম নেই।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Mamata Banerjee election commission Bhawanipur durga puja 2021
Advertisment