/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/mamata-13.jpg)
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সিবিআইয়ের জেরা নিয়ে বুধবার সাহাগঞ্জের জনসভায় মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে। কায়লাকাণ্ডে রুজিরা জেরা প্রসঙ্গে বলেন,‘একটা বাচ্চা মেয়ে বাইশ-তেইশ বয়স, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন? আর কয়লা চোরদের নিয়ে নিজে কোলে দুলে বেড়াচ্ছেন।’
কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে এদিন জবাবদিহি চান মমতা। বলেন, 'আজ আমার ঘরের মা বোনেরা কয়লা চোর বলছেন? তোমার সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা গেল কোথায় নরেন্দ্র মোদী জবাব দেও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও’।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে কৈলাস বিজয়বর্গীয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে প্রায়ইশ তাঁকে 'তোলাবাজ ভাইপো' বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে এদিন বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'তৃণমূলকে কথায় কথায় তোলাবাজ বলেন ওনারা, তাহলে বিজেপি কী? সবচেয়ে বড় দাঙ্গাবাজ-ধান্দাবাজের দল।'
আরও পড়ুন-‘রাবণ-দানব মিলে দেশ চালাচ্ছে’, মোদী-শাহকে নিশানা মমতার
কয়লা কাণ্ডের তদন্তে গত রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে রুজিরা নারুলাকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই। সোমবার তার জবাবে অভিষেক-জায়া রুজিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান যে তিনি মঙ্গলবার সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত। এরপর মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিবিআই আধিকারিকদের বিশেষ দল অভিষেকের বাসভবন শান্তিনিকেতনে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ চানান। তার আগেই অভিষেকের বাসভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে দাঁড়িয়ে, তাঁদের মনোবল বাড়িয়ে মিনিট দশেক পর ফিরে আসেন। তারপরই ঢোকেন সিবিআই তদন্তকারীরা। মঙ্গলবার এ প্রসঙ্গে কিছু না বললেও এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন