একুশের নির্বাচনে বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট বাঁধছে? বাংলায় একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এমন চর্চায় তুঙ্গে বঙ্গ রাজনীতি। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভায় মমতা বলেন, ‘‘বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়ে লড়ছে। পঞ্চায়েত, লোকসভা নির্বাচনেও একসঙ্গে জোট বেঁধেছিল। আবারও তাই করছে’’। এ প্রসঙ্গে সুর চড়িয়ে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘বিজেপির এক নেতা বলছেন বাংলায় ২০০ আসন দরকার, তাহলে ৯৪টি আসন কি সিপিএম-কংগ্রেসের সঙ্গে সমঝোতা?’’
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন বুনিয়াদপুরের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘‘বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়ে লড়ছে। পঞ্চায়েত, লোকসভা নির্বাচনেও একসঙ্গে জোট বেঁধেছিল। আবারও তাই করছে। আমি আগেই বলেছিলাম, জগাই-মাধাই-গদাই। জগাই হল সিপিএম, মাধাই হল বিজেপি, গদাই হল কংগ্রেস’’।
আরও পড়ুন: বড় ঘোষণা: বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে মমতা সরকার
এরপরই মমতা বলেন, ‘‘বিজেপির এক নেতা বলছেন, বাংলায় ২০০ আসন দরকার, তাহলে ৯৪টি আসন কি সিপিএম-কংগ্রেসের সঙ্গে সমঝোতা? তোমরা ২০০ আসন টার্গেট করলে, আমি তোমার একটা সিট থাকলেও টার্গেট করব, এটা মাথায় রেখো’’।
আরও পড়ুন: মঞ্চে মমতা, দর্শকাসনে বসে ‘জল মাপলেন’ পিকে
উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় অভাবনীয় সাফল্যের পর একুশে বাংলায় পরিবর্তন করতে মরিয়া গেরুয়া বাহিনী। একাধিকবার বিজেপি নেতাদের মুখে একুশে নির্বাচনে আসনের টার্গেট নিয়ে কথা শোনা গিয়েছে। সম্প্রতি কলকাতার সভায় অমিত শাহও বলেছেন, ‘একুশে বাংলায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে’’। এই প্রেক্ষিতে মমতার এদিনের মন্তব্য রাজনৈতিকভাব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে হারের ধাক্কা সামলাতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে এদিন মমতা বলেন, ‘‘একটা নির্বাচনে হেরেছি কিছু যায় আসে না। আরও হাজার নির্বাচন জিতব, লক্ষ নির্বাচন পেরোব’’। দক্ষিণ দিনাজপুর এবার লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অর্পিতা ঘোষ। তাঁর হাতেই এই জেলায় দলের দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন মমতা। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘হেরে গিয়েছে, ও কিন্তু সরে যায়নি। ওর হাতেই এখানকার ভিত মজবুত করার দায়িত্ব দিয়েছি’’।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন