Advertisment

উত্তরবঙ্গ সফরে ফের বিজেপিকে নিশানা মমতার

‘‘অচ্ছে দিন কী? আমরা কি অচ্ছে দিনকে কালো দিন হিসেবে বর্ণনা করতে পারি? যাঁরা সাধারণ মানুষকে বিতাড়িত করছেন, তাঁরা কখনই দেশে অচ্ছে দিন আনতে পারবেন না, সে যতই চেষ্টা করুক না কেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তরবঙ্গ সফরে গিয়ে লোকসভা ভোটের আগে আবারও বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে একটি সভায় বিজেপিকে কটাক্ষের সুরে মমতা বলেন যে, অচ্ছে দিনের নামে দেশে কালো দিন এনেছে কেন্দ্রীয় সরকার। মমতা বলেন,‘‘অচ্ছে দিন কী? আমরা কি অচ্ছে দিনকে কালো দিন হিসেবে বর্ণনা করতে পারি? যাঁরা সাধারণ মানুষকে বিতাড়িত করছেন, তাঁরা কখনই দেশে অচ্ছে দিন আনতে পারবেন না, সে যতই চেষ্টা করুক না কেন।’’ উল্লেখ্য, কোচবিহারের সভাতেও কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, আসাম থেকে বাঙালিদের বিতাড়িত করা হচ্ছে আর গুজরাত থেকে বিহারিদের। তাঁর সরকার যে বিতাড়িতদের আশ্রয় দেবে, সে আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

Advertisment

এদিন বিজেপিকে বিঁধে মমতা আরও বলেন,‘‘বাংলায় শান্তি বজায় রয়েছে। ওঁরা বাংলার শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমরা শান্তি বজায় রাখবই। আমরা চাই গোটা দেশে একতা বজায় থাকুক। তবেই দেশে অচ্ছে দিন ফিরবে।’’

আরও পড়ুন, এনআরসি নিয়ে ফের বিজেপিকে চোখ রাঙালেন মমতা

একতার কথা বলতে গিয়ে বুধবার সর্দার বল্লভভাই প্যাটেলের প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন,‘‘সর্দার বল্লভভাই প্যাটেল কখনই ভাগাভাগি করেননি। তিনি বরাবরই একতার রাজনীতির পথ অনুসরণ করেছেন।’’ মমতা আরও বলেছেন যে, দেশের মহান নেতারা কখনই জাত-পাতের নিরিখে ভেদাভেদ করেননি।

অন্যদিকে, বিজেপিকে কটাক্ষের পাশাপাশি, এদিন বাম ও কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বাম ও কংগ্রেস জমানায় উত্তরবঙ্গে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেন,‘‘গত ৭০ বছরে উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি...আমরা নতুন এশিয়ান হাইওয়ে তৈরি করছি যা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে জুড়ে রয়েছে। কাজ সম্পূর্ণ হলে, খুব সহজেই বাংলাদেশ, নেপাল, ভুটান যেতে পারবেন সকলে। এর ফলে ব্যবসা-বাণিজ্যেও সুবিধা হবে।’’

Read the full story in English

tmc bjp Mamata Banerjee
Advertisment