শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের ছাত্র পরিষদের নেতা-কর্মীদের টুইটে শুভেচ্ছা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের প্রতি ছাত্র প্রতিনিধিদের কার্যক্রম তাঁকে গর্বিত করেছে বলে এদিন টুইটে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। করোনা পরিস্থিতির জেরে শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করবে তৃণমূল। এদিন দুপুরে ভার্চুয়াল মাধ্যমে দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন তৃণমূলনেত্রী।
করোনা পরিস্থিতিতে এখন ভার্চুয়াল মাধ্যমেই জনসংযোগের একটা বড় কাজ চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এর আগে অতিমারীর কালে ২১ জুলাইয়ের শহিদ সভাও ভার্চুয়ালি করেছে তৃণমূল। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। টুইটে দলের ছাত্র প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। টুইটে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের ছাত্র পরিষদের প্রাণবন্ত সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কৃতিত্ব এবং দলে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত! গণতান্ত্রিক চেতনাকে ভাঙার চেষ্টা করছে যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সব শিক্ষার্থীদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তৃতীয়বার বাংলার মসনদে বসার পর এটাই প্রথম দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এদিন দলের ছাত্র প্রতিনিধিদের নয়া ভাবনার কথা জানাতে পারেন দলনেত্রী। তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল এই বক্তৃতা গোটা রাজ্যে বড়া পর্দায় যাতে সম্প্রচার করা যায় সেব্যাপারে উদ্যোগী হয়েছে শাসকদল। জেলায়-জেলায় বড়া পর্দায় দলনেত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা হয়েছে। জানা গিয়েছে, এদিন ভার্চুয়ালি ভাষণের ফাঁকেই দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- আমেরিকার প্রত্যাঘাত, আফগানিস্তানে ISIS ডেরায় এয়ারস্ট্রাইক মার্কিন বাহিনীর
বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। একুশের ভোটে বাংলায় পদ্ম শিবিরকে জোর ধাক্কা দিয়েছে জোড়াফুল। বঙ্গে এই বিপুল সাফল্যের পর জাতীয়স্তরের রাজনীতিতেও গুরুত্ব আরও বেড়েছে তৃণমূলের। দেশের রাজনীতিবিদদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মোদী-বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরে ময়দানে নেমেছেন। তৃণমূলও কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে রাজ্যের পাশাপাশি সোচ্চার হচ্ছে দিল্লিতে। মোদী-বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যে একের পর এক কৌশল নিচ্ছে বিরোধীরা। এই উদ্যোগে তৃণমূলকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে।
দেশ ও রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়েই এদিন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের নয়া বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। পরিস্থিতি অনুযায়ী কীভাবে দলের কাজ চলবে তা নিয়ে দলনেত্রীর টিপস পেতে পারেন ছাত্র নেতা-নেত্রীরা। অন্যদিকে, এদিন করোনাবিধি মেনে মহাজাতি সদনে কংগ্রসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন