'বাংলায় এনআরসি হবে না।' উত্তরবঙ্গ সফরে গিয়ে বারংবার এই আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবিকে পোক্ত করতে মমতার সাফ ঘোষণা 'এরাজ্যে কোনও আটক কেন্দ্র তৈরি করা হবে না।' মুখ্যমন্ত্রীর আশ্বাসকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আধিকারই নেই এবিষয় কথা বলার। কেন্দ্র ঠিক করবে বাংলায় এরআরসি হবে কিনা।'
মঙ্গলবারশিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, 'সরকারি আমলাদের সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলায় সরকারের এনআরসি লাগুর কোনও পরিকল্পনা নেই। আমরা মানুষের উন্নয়নে নীতি রূপায়ণ ও তার প্রয়োগ করব।' একই সঙ্গে তাঁর যুক্তি, 'আসামে বিজেপি সরকার রয়েছে। আসাম একর্ড অনুশারে সেরাজ্যে এনআরসি হয়েছে। কিন্তু, বাংলায় আমরা (তৃণমূল) ক্ষমতায় রয়েছি। এখানে আটক কেন্দ্র (ডিটেনশন ক্যাম্প) তৈরির কোনও প্রশ্নই ওঠে না।'
আরও পড়ুন: সরকার-রাজভবন সংঘাত তুঙ্গে, প্রশাসনিক বৈঠক ফের ভেস্তে যাওয়ায় ‘চরম ক্ষুব্ধ’ রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'নাগরিকত্ব সংশোধন বিল ধর্মের ভিত্তিতে করা যায় না। এই বিল একবার পাস হলে অনেকেই ছয় বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। তখন তারা কী করবে? ছয় বছর পরেও তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়। ফলে তাদের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়বে।'
গত সোমবারও উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী চড়া সুরে বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না। যারাই এরাজ্য়ে বসবাস করেন তারাই বাংলার বাসিন্দা। যাদের বয়স ১৮ হয়েছে তাদের এখনই ভোটার তালিকায় নাম নথিভূক্ত করতে হবে। আমরা রাজ্যে কোনও ভেদাভেদ মেনে নেব না। আমি মমতা ব্যানার্জি। আমি যদি বলি শুধু ব্যানার্জি থাকবে আর কেউ থাকবে না! এটা আমি ভাবতেই পারি না। বরং ব্যানার্জি চলে যাক। মানুষ থাকুক। এটাই আমি চাই। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের সরকার আপনাদের পাশে ছিল, আছে, এবং আগামীতেও থাকবে।'
সিপিএমের রাজ্য সম্পাদকও সূর্যকান্ত মিশ্রও এরাজ্যে এরআরসি প্রয়োগের বিরোধীতায় সরব হন। তাঁর হুঁশিয়ারি, 'কেন্দ্র এরাজ্যে আটক কেন্দ্রর তৈরির চেষ্টা করলে মানুষ তা ভেঙে দেবে। পার্টি তাদের নেতৃত্ব দেবে।'
আরও পড়ুন: বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়িতে ‘হামলা’ তৃণমূলের
সম্প্রতি, এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, 'অবৈধ নাগরিকদের জন্য দেশজুড়ে আটক কেন্দ্র তৈরির ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার।' তারপরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এআরসি বিরোধীতায় সুর চড়াচ্ছেন নিয়ম করে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের মন্তব্য বেশ তাৎপর্যবাহী।
তবে, মুখ্যমন্ত্রীর আশ্বাসকে আমল দিচ্ছে না বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আধিকারই নেই এবিষয় কথা বলার। কেন্দ্র ঠিক করবে বাংলায় এরআরসি হবে কিনা। অমিত শাহ পরিষ্কার করে বলে দিয়েছেন প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল, পরে এনআরসি হবে বাংলায়। আসন্ন শীতকালীন অধিবেশনেই সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হবে।'
Read the full story in English